দেশে লঞ্চ হওয়ার আগেই OnePlus Nord 3 5G এর লাইভ ছবি ফাঁস, সব ফিচার্সও প্রকাশ্যে এল

Update: 2023-05-20 05:58 GMT

ওয়ানপ্লাস এর Nord সিরিজের পরবর্তী ফোন হিসেবে শীঘ্রই বাজারে পা রাখতে পারে OnePlus Nord 3 5G। স্মার্টফোনটি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রযুক্তি মহলে জল্পনা চলছে। জল্পনা বাড়িয়ে এবার Nord 3 5G-এর বেশ কিছু লাইভ ছবি প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, সূত্রের মাধ্যমে ডিভাইসটির মেজর স্পেসিফিকেশনগুলিও সামনে এসেছে। OnePlus Nord 3 5G সম্পর্কিত লিকটি থেকে কি কি তথ্য উঠে এল, আসুন জেনে নেওয়া যাক।

ফাঁস হল OnePlus Nord 3 5G-এর লাইভ ইমেজ ও স্পেসিফিকেশন

এক চীনা টিপস্টারের দাবি, ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জিএর কোডনেম 'ভিটামিন' (Vitamin)। স্মার্টফোনটির ইউরোপীয় এবং ভারতীয় ভ্যারিয়েন্ট দুটি যথাক্রমে CPH2493 এবং CPH2491 মডেল নম্বর বহন করে। আর ফাঁস হওয়া লেটেস্ট লাইভ ইমেজগুলি এর ইউরোপীয় ভ্যারিয়েন্টের অন্তর্গত।

জানা গেছে যে, ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ৬.৭৪ ইঞ্চির ওলেড (OLED) প্যানেলের সাথে আসবে, যা ২,৭৭২ x ১,২৪০ পিক্সেলের রেজোলিউশন অফার করবে। ডিভাইসটি ডাইমেনসিটি ৯০০০ চিপসেট দ্বারা চালিত হবে এবং এটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে৷ এতে ১৬ জিবি র‍্যাম, ১২ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে।

আবার ফটোগ্রাফির জন্য, OnePlus Nord 3-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের তৃতীয় একটি লেন্স দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা ইউনিট দেখা যাবে। আর ফোনের সামনে থাকবে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক অক্সিজেনওএস ১৩ (OxygenOS 13) ইউজার ইন্টারফেসে রান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Nord 3-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। OnePlus Nord 3-এ ব্র্যান্ডের আইকনিক অ্যালার্ট স্লাইডারটি থাকবে। ফাঁস হওয়া ছবিগুলিতে দেখানো কালো রঙ ছাড়াও, সবুজ অপশনও বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি, ওয়ানপ্লাস মার্চ মাসে চীনে OnePlus Ace 2V উন্মোচন করেছিল। মনে করা হচ্ছে, Nord 3 হবে Ace 2V-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ। তবে, দুটি ফোনের ক্যামেরা সেটআপের মধ্যে পার্থক্য থাকতে পারে। 2V-তে ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা রয়েছে, কিন্তু Nord 3-এর লাইভ ছবিগুলি দেখিয়েছে যে, এতে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত রয়েছে। টিপস্টার অভিষেক যাদবের দাবি, Nord 3 ভারতে জুন মাসের শেষে বা জুলাই মাসের শুরুতে আত্মপ্রকাশ করতে পারে।

Tags:    

Similar News