বাজারে আসার আগেই OnePlus Nord CE 3-র লাইভ ছবি প্রকাশ্যে, কেমন ফিচার অফার করবে
ওয়ানপ্লাস বর্তমানে বাজারে তাদের মিড-রেঞ্জ Nord-সিরিজের অধীনে নতুন OnePlus Nord 3 স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তবে, এই সিরিজের এটিই একমাত্র নতুন মডেল নয় যা শীঘ্রই লঞ্চ হতে চলেছে, কারণ ব্র্যান্ডটি নতুন Nord CE 3 মডেলটিও বাজারে আনার পরিকল্পনা করছে। এমনকি, এর মাইক্রোসাইটও অ্যামাজনে লাইভ রয়েছে। লঞ্চের আগে এখন, আপকামিং হ্যান্ডসেটটির কিছু লাইভ ছবি অনলাইনে ফাঁস হয়েছে। চলুন তাহলে ছবিগুলি থেকে আসন্ন OnePlus Nord CE 3 সম্পর্কে কি কি তথ্য উঠে এল, জেনে নেওয়া যাক।
প্রকাশিত হল OnePlus Nord CE 3- এর লাইভ ইমেজ
ওয়ানপ্লাস শীঘ্রই দুটি নতুন নর্ড লাইনআপের স্মার্টফোন বাজারে উন্মোচন করতে চলেছে। আর এর মধ্যে নর্ড সিই ৩ মডেলটির কয়েকটি লাইভ ইমেজ প্রাইসবাবা শেয়ার করেছে। ফাঁস হওয়া ছবি অনুযায়ী, ডিভাইসটিতে কার্ভড ডিসপ্লে থাকবে এবং এই স্ক্রিনের ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করবে। লাইভ ইমেজগুলি এও নির্দেশ করেছে যে, আসন্ন নর্ড সিই ৩-এ ওয়ানপ্লাসের আইকনিক এবং সুবিধাজনক অ্যালার্ট স্লাইডারটি অনুপস্থিত থাকবে।
জানিয়ে রাখি, ওয়ানপ্লাস নর্ড সিই ৩-এর মাইক্রোসাইটটি ইতিমধ্যেই অ্যামাজন ইন্ডিয়া-এ লাইভ রয়েছে, তবে প্রাইসবাবার এই রিপোর্টটি স্মার্টফোনটির কিছু প্রধান ডিজাইনের দিকগুলিকে স্পষ্টভাবে তুলে ধরেছে, যা মাইক্রোসাইটে প্রকাশ করা হয়নি। উল্লেখযোগ্যভাবে, এই ছবিগুলি দেখে মনে হচ্ছে যে নর্ড সিই ৩-এর ডিজাইনটি অনেকটা ওয়ানপ্লাসের সিস্টার ব্র্যান্ড রিয়েলমি দ্বারা গত নভেম্বর মাসে লঞ্চ করা Realme 10 Pro+ এর মতো হবে। এছাড়াও সূত্রটি প্রকাশ করেছে যে, নর্ড সিই ৩-এ একটি আইআর ব্লাস্টারের পাশাপাশি একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অন্তর্ভুক্ত থাকবে।
এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে, তার ওপর ভিত্তি করে বলা যায়, OnePlus Nord CE 3 সম্ভবত ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ লম্বা ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮২জি প্রসেসর দ্বারা চালিত হবে, যা ১২ জিবি র্যামের সাথে যুক্ত থাকবে। এছাড়াও, Nord CE 3-এ ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ ওএস ভিত্তিক অক্সিজেন ওএস ১৩.১ (OxygenOS 13.1) কাস্টম স্কিনে রান করবে।