ফ্রিতে পাবেন ইয়ারবাডস, আজ OnePlus Nord CE 4 5G ফোন কিনলে ব্যাঙ্ক অফার সহ রয়েছে বিভিন্ন সুবিধা
গত পয়লা এপ্রিল ভারতের বাজারে লঞ্চ হয় OnePlus Nord CE 4 5G স্মার্টফোন। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ 4ঠা এপ্রিল এটি প্রথমবার সংস্থার ওয়েবসাইট (OnePlus.in) এবং ই-কমার্স সাইট Amazon -এর মাধ্যমে প্রথমবার এদেশে বিক্রির জন্য উপলব্ধ হল। এর দাম ভারতে 24,999 টাকা থেকে শুরু হচ্ছে। যদিও লঞ্চ অফারের লাভ ওঠাতে পারলে বেশ কয়েক হাজার টাকা সাশ্রয় করা সম্ভব হবে। সর্বোপরি 2,199 টাকা মূল্যের OnePlus Nord Buds 2r অডিও ডিভাইসটি নিখরচায় আপনারা নিজের নামে করতে পারবেন। চলুন তাহলে OnePlus Nord CE 4 5G স্মার্টফোনের দাম, সেল অফার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক…
ভারতে OnePlus Nord CE 4 5G স্মার্টফোনের দাম ও সেল অফার
এদেশের বাজারে ওয়ানপ্লাস নর্ড সিই 4 5জি স্মার্টফোন মোট দুটি স্টোরেজ কনফিগারেশনের সাথে লঞ্চ হয়েছে। যার মধ্যে 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 24,999 টাকা। আবার উচ্চতর 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ বিকল্পের দাম থাকছে 26,999 টাকা। আপনারা এই ফোন সংস্থার ওয়েবসাইট (OnePlus.in), ওয়ানপ্লাস স্টোর অ্যাপ, ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল সহ প্রত্যেকটি পার্টনার অফলাইন স্টোরের মাধ্যমে - ডার্ক ক্রোম এবং সেলডন মার্বেল কালার অপশনে কিনতে পারবেন।
সেল অফারের প্রসঙ্গে আসা যাক এবার। যেসকল ক্রেতারা আজ ওয়ানপ্লাস নর্ড সিই 4 5জি হ্যান্ডসেট কিনবেন তাদের স্টক থাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে একটি নর্ড বাডস 2আর (Nord Buds 2r) অফার করা হবে৷ আবার আগামীকাল অর্থাৎ 5ই এপ্রিল থেকে 30শে এপ্রিলের মধ্যে কেনাকাটার ক্ষেত্রে নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের সাথে 1,500 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। আবার পুরোনো মোবাইল আপগ্রেড করলে 2,500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস মিলবে। পাশাপাশি নো-কস্ট ইএমআই এবং নানাবিধ আকর্ষণীয় ফিনান্স স্কিমে সুবিধাও ওঠাতে পারবেন ক্রেতারা।
এছাড়া এই মাসের শেষ পর্যন্ত 2,250 টাকার সমমূল্যের জিও বেনিফিট অফার করা হবে। উপরন্তু, ওয়ানপ্লাস নর্ড সিই 4 5জি ফোনের সাথে ওয়ানপ্লাস রেড কেবল ক্লাব (OnePlus Red Cable Club) -এ যোগদানের সুবিধা সহ বর্ধিত ওয়ারেন্টি এবং নিখরচায় স্পটিফাই (Spotify) প্রিমিয়ামের সাবস্ক্রিপশনও প্রদান করা হবে।
OnePlus Nord CE 4 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন
OnePlus Nord CE 4 5G স্মার্টফোনে 6.7-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে প্যানেল রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,100 নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর10 প্রযুক্তি সাপোর্ট করে। পাশাপাশি এই টাচস্ক্রিন অ্যাকোয়াটাচ (Aquatouch) প্রযুক্তি সার্টিফায়েড। যার দরুন ভেজা হাতেও স্ক্রিন ব্যবহার করা যাবে। ভালো পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে 8 জিবি LPDDR4x র্যাম এবং 128 জিবি/ 256 জিবি UFS 3.1 মেমরি পাওয়া যাবে। যদিও এই ফোন অতিরিক্তভাবে আরো 8 জিবি ভার্চুয়াল র্যাম ফিচার সাপোর্ট করে। অপারেটিং সিস্টেম হিসাবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অক্সিজেনওএস 14 কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। এর সাথে দুটি অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং তিন বছরের সিকিউরিটি আপডেট উপলব্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য OnePlus Nord CE 4 5G ফোনের রিয়ার প্যানেলে পিল-আকৃতির ক্যামেরা মডিউল বিদ্যমান, যার মধ্যে ডুয়েল ক্যামেরা অবস্থিত। এই ক্যামেরাগুলি হল - OIS সহ 50 মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর (সাইজ : 1/1.95 ইঞ্চি) এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স৷ এদিকে ডিভাইসের সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষ্যণীয়। এর ক্যামেরাগুলি 30fps রেটে 4কে ভিডিও রেকর্ড করতে সক্ষম। আবার আরএডাব্লিউ এইচডিআর (RAW HDR) অ্যালগরিদম আরও উৎকর্ষমানের ছবি তুলতে সাহায্য করে।
উন্নত সাউন্ড সরবরাহের জন্য এই হ্যান্ডসেটে ডুয়াল স্টেরিও স্পিকার এবং নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5,500 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। চার্জিং সাইকেল বৃদ্ধির জন্য এটি ব্যাটারি হেলথ ইঞ্জিনের সাথে এসেছে। পরিশেষে ডিভাইসটি IP54 রেটিং প্রাপ্ত হওয়ায় ধুলো এবং জল-প্রতিরোধে সক্ষম।