OnePlus-এর বড় ধামাকা, এই তারিখে লঞ্চ হচ্ছে Nord CE 4, ফিচার্স মন মাতিয়ে রাখবে
ওয়ানপ্লাস (OnePlus) বছরের শুরুতে তাদের ফ্ল্যাগশিপ রেঞ্জের স্মার্টফোন বাজারে এনেছে। বর্তমানে কোম্পানিটি তুলনামূলক সাশ্রয়ী মূল্যের ফোনগুলির ওপর ফোকাস করেছে। ওয়ানপ্লাসের তরফে এবার লেটেস্ট মিড-রেঞ্জ স্মার্টফোন, OnePlus Nord CE 4-এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। এটি Nord CE 3-এর উত্তরসূরি হিসাবে ভারতে আগামী ১ এপ্রিল লঞ্চ হতে চলেছে। তার আগে একটি মাইক্রোসাইট অ্যামাজন (Amazon) এবং ওয়ানপ্লাসের ওয়েবসাইটে লাইভ হয়ে OnePlus Nord CE 4-এর ডিজাইন এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে।
OnePlus Nord CE 4-এর ডিজাইন এবং স্পেসিফিকেশন
কোম্পানি দ্বারা প্রকাশিত মাইক্রোসাইট অনুযায়ী, ওয়ানপ্লাস নর্ড সিই ৪-এ তার পূর্বসূরির থেকে কিছুটা আলাদা ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখা যাবে। ফোনটির পিছনে একটি পিল-আকৃতির ক্যামেরা মডিউল থাকবে, যার মধ্যে ডুয়েল-ক্যামেরা সেটআপ এবং একটি এলইডি ফ্ল্যাশ অবস্থান করবে। ডিভাইসটির ওপরের দিকে আইআর (IR) ব্লাস্টারও থাকবে। ওয়ানপ্লাস নর্ড সিই ৪ দুটি কালার অপশনে পাওয়া যাবে - একটি হল ডার্ক ক্রোম, যা সূক্ষ্ম গ্রেডিয়েন্ট সহ একটি ক্লাসিক ওয়ানপ্লাস ডার্ক কালার শেড এবং অপরটি হল সেল্যাডন মার্বেল, যা একটি টেক্সচার্ড ডিজাইন ও প্রাণবন্ত নান্দনিক সৌন্দর্য অফার করবে।
এছাড়াও জানা গেছে যে, ওয়ানপ্লাস নর্ড সিই ৪ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট দ্বারা চালিত হবে। এই ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত চিপসেটে অ্যাড্রেনো ৭২০ জিপিইউ সহ একটি ক্রায়ো প্রাইম কোর, তিনটি পারফরম্যান্স কোর এবং চারটি এফিসিয়েন্সি কোর রয়েছে৷ ফটোগ্রাফির জন্য, নর্ড সিই ৪-এ ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আগের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, এই ওয়ানপ্লাস স্মার্টফোনটির ক্যামেরা সিস্টেমে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের লেন্স অবস্থান করবে, সম্ভবত আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল শটের জন্য। এছাড়াও, সেলফির জন্য ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে।
এছাড়া, OnePlus Nord CE 4-এর সামনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। পূর্বসূরি Nord CE 3-এ একটি অ্যামোলেড (AMOLED) প্যানেল রয়েছে, তাই Nord CE 4-এ ওলেড (OLED) ডিসপ্লের উপস্থিতি আশা করা যুক্তিসঙ্গত। OnePlus Nord CE 4 সম্পর্কে এই মুহূর্তে আর কোনও তথ্য উপলব্ধ নেই। তবে শীঘ্রই এটির বিষয়ে আরও জানা যাবে বলে আশা করা যায়।