সবচেয়ে সস্তায় 100W ফাস্ট চার্জিং! দুর্ধর্ষ সব ফিচার্স নিয়ে লঞ্চ হল OnePlus Nord CE 4

Update: 2024-04-01 17:10 GMT

OnePlus Nord CE 4 আজ (1 এপ্রিল) অবশেষে পা রাখলো বিশ্ববাজারে। ডিজাইনের দিক থেকে এই ফোনটি গত মাসে চীনে আত্মপ্রকাশ করা OnePlus Ace 3-এর মতো হলেও, কয়েকটি ভিন্ন স্পেসিফিকেশন অফার করে। স্মার্টফোনটি গত বছরের OnePlus Nord CE 3-এর তুলনায় নতুন ডিজাইন সহ উল্লেখযোগ্য আপগ্রেড নিয়ে এসেছে৷ OnePlus Nord CE 4-এ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর এবং 100 ওয়াট চার্জিং সাপোর্ট সহ 5,500 এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন ভারতে এই ফোনটির দাম, সকল স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে OnePlus Nord CE 4-এর মূল্য এবং লভ্যতা

ভারতীয় বাজারে ওয়ানপ্লাস নর্ড সিই 4-এর বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 24,999 টাকা। এছাড়া, উচ্চতর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ বিকল্পটি 26,999 টাকায় পাওয়া যাবে। এটিকে ডার্ক ক্রোম এবং সেলডন মার্বেল কালার অপশনে বেছে নেওয়া যাবে। OnePlus Nord CE 4 ফোনটি আগামী 4 এপ্রিল থেকে অ্যামাজন (Amazon), ব্র্যান্ডের অনলাইন ও অফলাইন স্টোর এবং রিটেইল পার্টনারদের কাছ থেকে কেনা যাবে। যারা 4 এপ্রিল হ্যান্ডসেটটি কিনছেন, তারা 2,199 টাকা মূল্যের ওয়ানপ্লাস নর্ড বাডস 2আর ইয়ারবাডটি বিনামূল্যে পাবেন। আর 5 এপ্রিল থেকে, ওয়ানপ্লাস নর্ড সিই 4-এর দামের ওপর 1,500 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 2,500 টাকার এক্সচেঞ্জ বোনাস মিলবে৷

OnePlus Nord CE 4-এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস নর্ড সিই 4-এর ডানদিকে পাওয়ার এবং ভলিউম রকার বাটন এবং বাম প্রান্তে একটি থ্রি-স্টেপ অ্যালার্ট স্লাইডার সহ একটি ফ্ল্যাট ফ্রেম উপস্থিত রয়েছে। ফোনটির রিয়ার প্যানেলে পিল-আকৃতির ক্যামেরা মডিউল বিদ্যমান। এতে IP54-সার্টিফায়েড ধুলো এবং জল-প্রতিরোধী চ্যাসিস রয়েছে।

ওয়ানপ্লাস নর্ড সিই 4-এর সামনে 6.7 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) স্ক্রিন, যা ফুলএইচডি+ রেজোলিউশন অফার করে। ডিভাইসটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,100 নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর10 সার্টিফিকেশন অফার করে। সঙ্গে অ্যাকোয়াটাচ (Aquatouch) ডিসপ্লে প্রযুক্তিও রয়েছে, যা প্রিমিয়াম ওয়ানপ্লাস 12 ফোনে পাওয়া যায়। এর সাহায্যে ব্যবহারকারীরা ভেজা হাতে হ্যান্ডসেটটি ব্যবহার করতে পারবেন।

ফটোগ্রাফির ক্ষেত্রে, OnePlus Nord CE 4-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের 1/1.95 ইঞ্চির Sony LYT-600 প্রাইমারি সেন্সর এবং একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে৷ আর ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা বিদ্যমান। 30 ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। আরএডাব্লিউ এইচডিআর (RAW HDR) অ্যালগরিদম আরও উন্নত ও সমৃদ্ধ ছবি তৈরি করতে সক্ষম।

পারফরম্যান্সের ক্ষেত্রে, গ্লোবাল মার্কেটে আসা OnePlus Nord CE 4 মডেলটি Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। এটি 8 জিবি র‍্যাম, 8 জিবি ভার্চুয়াল র‍্যাম প্রযুক্তি এবং 128 জিবি/ 256 জিবি স্টোরেজ বিকল্প অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য, Nord CE 4-এ 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,500 এমএএইচ ব্যাটারি অবস্থান করছে। এটি একটি ব্যাটারি হেলথ ইঞ্জিনের সাথে এসেছে, যা চার বছর পর্যন্ত সাপোর্ট করার জন্য চার্জিং সাইকেল বৃদ্ধি করবে বলে দাবি করা হচ্ছে।

Tags:    

Similar News