OnePlus Nord CE 4 5G vs Nord CE 3: 25 হাজার টাকার কমে 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ বড় ব্যাটারি

By :  SUMAN
Update: 2024-04-11 08:57 GMT

গত 1লা এপ্রিল ভারতে আত্মপ্রকাশ করে OnePlus Nord CE 4 5G। এটি গত বছর OnePlus Nord CE 3 5G মডেলের উত্তরসূরি হিসাবে এসেছে। এটি পূর্বসূরির তুলনায় একাধিক আপগ্রেডেড ফিচার অফার করে। ফলে লেটেস্ট মডেলটির দাম আগের মডেলের থেকে বেশি থাকা স্বাভাবিক। কিন্তু আশ্চর্যের ব্যাপার উত্তরসূরির দাম পূর্বসূরির থেকে 2,000 টাকা কম রাখা হয়েছে। যদিও এই মুহূর্তে সংস্থার ওয়েবসাইটে OnePlus Nord CE 3 5G সামান্য ডিসকাউন্টের সাথে বিক্রি করা হচ্ছে। এমত অবস্থায় নতুন OnePlus Nord CE 4 5G নাকি পুরানো OnePlus Nord CE 3 5G, কোনটি কেনা লাভজনক হবে তা বিচার্য বিষয় হয়ে উঠেছে। এর উত্তর খুঁজতে আমরা ডিভাইসদুটির দাম ও ফিচারের মধ্যে পার্থক্যগুলি দেখে নেবো।

OnePlus Nord CE 4 5G vs OnePlus Nord CE 3 5G : ডিসপ্লে, সেন্সর

OnePlus Nord CE 4 5G স্মার্টফোনে 6.7-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে প্যানেল রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1100 নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর10 প্রযুক্তি সাপোর্ট করে। পাশাপাশি এই টাচস্ক্রিন অ্যাকোয়াটাচ (Aquatouch) প্রযুক্তি সার্টিফায়েড। যার দরুন ভেজা হাতেও স্ক্রিন ব্যবহার করা যাবে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ থাকছে।

OnePlus Nord CE 3 5 স্মার্টফোনে আছে 6.72-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি – 120 হার্টজ রিফ্রেশ রেট, 950 নিট পিক ব্রাইটনেস, 20:9 এসপেক্ট রেশিও, 93.4% স্ক্রিন-টু-বডি রেশিও, 10-বিট কালার গ্যামেট এবং HDR10+ প্রযুক্তি সাপোর্ট করে। তদুপরি নিরাপত্তার জন্য মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

OnePlus Nord CE 4 5G vs OnePlus Nord CE 3 5G : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

ওয়ানপ্লাস নর্ড সিই 4 5জি স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অক্সিজেনওএস 14 কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। এই মডেলে 8 জিবি LPDDR4x র‍্যাম এবং 128 জিবি/ 256 জিবি UFS 3.1 স্টোরেজ পাওয়া যাবে। যদিও এই ফোন অতিরিক্তভাবে আরো 8 জিবি ভার্চুয়াল র‍্যাম ফিচার সাপোর্ট করে।

ওয়ানপ্লাস নর্ড সিই 3 5জি স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 782জি প্রসেসর এবং অ্যাড্রেনো 642এল জিপিইউ উপস্থিত। এটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক অক্সিজেন ওএস 13.1 কাস্টম স্কিনে রান করে। আবার স্টোরেজ হিসাবে উক্ত ডিভাইসে 12 জিবি পর্যন্ত LPDDR4X র‌্যাম এবং সর্বোচ্চ 256 জিবি UFS 3.1 রম মিলবে।

OnePlus Nord CE 4 5G vs OnePlus Nord CE 3 5G : ক্যামেরা সেটআপ

ফটো ও ভিডিওগ্রাফির জন্য OnePlus Nord CE 4 5G ফোনের রিয়ার প্যানেলে পিল-আকৃতির ক্যামেরা মডিউল বিদ্যমান, যার মধ্যে ডুয়েল ক্যামেরা অবস্থিত। এই ক্যামেরাগুলি হল - OIS সহ 50 মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর (সাইজ : 1/1.95 ইঞ্চি) এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স৷ এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা লক্ষ্যণীয়। এর ক্যামেরাগুলি 30fps রেটে 4কে ভিডিও রেকর্ড করতে সক্ষম। আবার আরএডাব্লিউ এইচডিআর (RAW HDR) অ্যালগরিদম আরও উৎকর্ষমানের ছবি তুলতে সাহায্য করে।

ক্যামেরা বিভাগের কথা বললে, পূর্বসূরি OnePlus Nord CE 3 5G স্মার্টফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – এফ/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, OIS PDAF প্রযুক্তি ও এফ/2.2 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার ডিভাইসের সামনে এফ/2.4 অ্যাপারচার যুক্ত 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষণীয়।

OnePlus Nord CE 4 5G vs OnePlus Nord CE 3 5G : ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য ওয়ানপ্লাস নর্ড সিই 4 5জি স্মার্টফোনে 5,500 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। চার্জিং সাইকেল বৃদ্ধির জন্য এটি ব্যাটারি হেলথ ইঞ্জিনের সাথে এসেছে।

ওয়ানপ্লাস নর্ড সিই 3 5জি ফোনে 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

OnePlus Nord CE 4 5G vs OnePlus Nord CE 3 5G : দাম

এদেশের বাজারে ওয়ানপ্লাস নর্ড সিই 4 5জি স্মার্টফোন মোট দুটি স্টোরেজ কনফিগারেশনের সাথে এসেছে। যার মধ্যে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 24,999 টাকা। আবার উচ্চতর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ বিকল্পের দাম থাকছে 26,999 টাকা। এটি - ডার্ক ক্রোম এবং সেলডন মার্বেল কালার অপশনে এসেছে।

ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই 3 5জি স্মার্টফোনকেও দুটি স্টোরেজ কনফিগারেশনের সাথে লঞ্চ করা হয়েছিল। যার মধ্যে 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ যুক্ত বেস অপশনের দাম থাকছে 26,999 টাকা। 12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ সহ আসা টপ-এন্ড ভ্যারিয়েন্ট 28,999 টাকায় বিক্রি হয়। ডিভাইসটি এই মুহূর্তে সংস্থার ওয়েবসাইটে পূর্বসূরিকে ডিসকাউন্টের সাথে 24,999 টাকার প্রারম্ভিক মূল্যের সাথে বিক্রি করা হচ্ছে। এটি – অ্যাকোয়া সার্জ এবং গ্রে শিমার কালার বিকল্পে উপলব্ধ।

Tags:    

Similar News