OnePlus Nord সিরিজের দুটি ফোনে এল বড় আপডেট, সাপোর্ট করবে জিও ও এয়ারটেলের 5G

By :  techgup
Update: 2022-11-05 17:02 GMT

ওয়ানপ্লাস ভারতে তাদের OnePlus Nord 5G এবং OnePlus Nord CE 5G স্মার্টফোন দুটির জন্য নতুন সফ্টওয়্যার আপডেট রোলআউট করল। নতুন এই আপডেট ফোন দুটির জন্য Jio True 5G সমর্থন অফার করবে৷ উল্লেখ্য, কিছুদিন আগেই OnePlus তাদের একাধিক স্মার্টফোনের জন্য Jio 5G পরিষেবার সমর্থন যুক্ত আপডেট নিয়ে আসবে বলে জানিয়েছিল। সেই মতোই এখন ওয়ানপ্লাস কমিউনিটি ফোরামে জানানো হয়েছে, Nord লাইনআপের আলোচ্য দুটি 5G হ্যান্ডেসেট নতুন সফ্টওয়্যার আপডেট পেতে শুরু করেছে।

OnePlus Nord 5G ও OnePlus Nord CE 5G ফোনের জন্য এল নতুন আপডেট

জিও ট্রু ৫জি পরিষেবা সাপোর্টের পাশাপাশি, নতুন ফার্মওয়্যার আপডেটে লেটেস্ট সিকিউরিটি প্যাচও পেয়েছে ওয়ানপ্লাস নর্ড ৫জি ও ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি। এটি হল অক্টোবর ২০২২ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ (October 2022 Android security patch)। প্রসঙ্গত, স্মার্টফোন দুটি এয়ারটেল দ্বারা রোলআউট করা 5G নেটওয়ার্কের সাথেও সামঞ্জস্যপূর্ণ। তাই এই নয়া আপডেটের সাথে এখন থেকে নর্ড সিরিজের ফোন দুটির ইউজাররা এয়ারটেলের পাশাপাশি জিও সংস্থার ৫তম প্রজন্মের মোবাইল সেলুলার নেটওয়ার্কিং পরিষেবার সুবিধাও উপভোগ করতে পারবেন৷

OnePlus Nord F.16 আপডেট : চেঞ্জলগ এবং ফিচার

ওয়ানপ্লাস, ভারতের বাজারে বিদ্যমান ওয়ানপ্লাস নর্ড ৫জি স্মার্টফোনের জন্য অক্সিজেনওএস ১২ এফ.১৬ (OxygenOS 12 F.16) সফ্টওয়্যার আপডেট নিয়ে এসেছে। এই আপডেটটির ফার্মওয়্যার ভার্সন এসি২০০১১১এফ.১৬ (AC2001_11_F.16) এবং এটি অ্যান্ড্রয়েড ১২ (Android 12) অপারেটিং সিস্টেম ভিত্তিক। আর যেমনটা আমরা আগেই বলেছি, উক্ত সফ্টওয়্যার আপডেটটি লেটেস্ট অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ অর্থাৎ অক্টোবর ২০২২ প্যাচ এবং জিও ৫জি কানেক্টিভিটির সমর্থন অফার করে।

উল্লেখ্য, ওয়ানপ্লাস নর্ড ৫জি গত জুলাই মাসে লঞ্চ হয়েছিল। সংস্থার বিবৃতি অনুসারে, এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক অক্সিজেন ওএস ১৩ (OxygenOS 13) কাস্টম ইউজার ইন্টারফেসের আপডেট পাওয়ার যোগ্য নয়৷ তবে, ওয়ানপ্লাস ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত ডিভাইসটির জন্য অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ আপডেট রোল আউট করতে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে৷

OnePlus Nord CE C.08 আপডেট : চেঞ্জলগ এবং ফিচার

২০২১ সালের জুন মাসে আত্মপ্রকাশ করা ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি এখন জিও আনীত ট্রু ৫জি পরিষেবার সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ ব্র্যান্ডটি ইতিমধ্যেই তাদের এই হ্যান্ডসেটের জন্য এখন অক্সিজেনওএস ১২ সি.০৮ (OxygenOS 12 C.08) সফ্টওয়্যার আপডেট রোলআউট করতে শুরু করেছে। এই আপডেটটি ফার্মওয়্যার ভার্সন ইবি২১০১_১১.সি.০৮ (EB2101_11.C.08) সহ এসেছে এবং অক্টোবর ২০২২ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ অফার করে।

জানিয়ে রাখি, ওয়ানপ্লাস নর্ড সিই ৫জি স্মার্টফোন সদ্য আসা অ্যান্ড্রয়েড ১৩ আপডেট পাওয়ার জন্য যোগ্য। ফলে খবর পাওয়া যাচ্ছে যে, সংস্থাটি ২০২৩ সালের প্রথমার্ধে (H1) এই মডেলটির জন্য অক্সিজেনওএস ১৩ (OxygenOS 13) ওপেন বিটা আপডেট রোল আউট করার পরিকল্পনা করেছে।

Tags:    

Similar News