OnePlus Open: ২৯ আগস্ট ফোল্ডেবল ফোনের বাজারে পা রাখছে ওয়ানপ্লাস, ফিচার জানলে 'থ' হয়ে যাবেন

Update: 2023-07-14 15:15 GMT

বেশ কিছু মাস ধরে প্রযুক্তি মহলে ওয়ানপ্লাসের আসন্ন এবং প্রথম ফোল্ডেবল স্মার্টফোনটিকে নিয়ে জল্পনা চলছে। এক প্রকাশনা সংস্থা তাদের একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করেছে যে, এই ফোল্ডেবল ফোনটি OnePlus Open নামে বাজারে আসবে। এমনকি শোনা যাচ্ছে যে, আগামী আগস্ট মাসের প্রথমার্ধেই এই হ্যান্ডসেটটির ওপর থেকে পর্দা সরানো হবে। তবে, এখন ওই একই প্রকাশনা একটি নতুন প্রতিবেদনে প্রকাশ করেছে যে OnePlus Open আগস্টের শেষের দিকে লঞ্চ হবে। আসুন এখনও পর্যন্ত এই আপকামিং ফোল্ডেবল ফোনটির বিষয়ে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল OnePlus Open-এর সম্ভাব্য লঞ্চের তারিখ

স্মার্টপ্রিক্স-এর রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস ওপেন আগামী ২৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। নির্ভরযোগ্য টিপস্টার ম্যাক্স জাম্বোরও এই দাবিকে সমর্থন করেছেন। বলা হচ্ছে যে, আসন্ন ওপ্পো ফাইন্ড এন৩-কে চীনের মার্কেটে ওয়ানপ্লাস ওপেন হিসেবে রিব্র্যান্ড করা হবে। এখন যেহেতু ওয়ানপ্লাস ওপেন আগস্টের শেষের দিকে লঞ্চ হওয়ার কথা বলা হয়েছে, তাই সম্ভবত ফাইন্ড এন৩ ওয়ানপ্লাস ফোল্ডেবল বাজারে আসার কয়েক দিন আগে আত্মপ্রকাশ করতে পারে।

OnePlus Open-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ওয়ানপ্লাস ওপেন-কে নিয়ে এখনও পর্যন্ত যা যা রিপোর্ট সামনে এসেছে, তার ওপর ভিত্তি করে বলা যায় যে, এতে ৬.৩ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) কভার ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটি কোয়াডএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ বড় ৭.৮ ইঞ্চির ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লের সাথে আসবে। ওয়ানপ্লাস ওপেন সম্ভবত ৩.৩৬ গিগাহার্টজে রান করা স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ যুক্ত থাকবে। আর ওয়ানপ্লাসের ফোল্ডেবল ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে।

ফটোগ্রাফির জন্য, OnePlus Open ডিভাইসে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সররে পাশাপাশি আল্ট্রা-ওয়াইড স্ন্যাপার এবং ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা উপস্থিত থাকবে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের ইনার ডিসপ্লেতে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং বাইরের স্ক্রিনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Open-এ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৮০৫ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে। নিরাপত্তার জন্য, ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

Tags:    

Similar News