OnePlus Open: বড় খবর, ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল
ওয়ানপ্লাস (OnePlus) সম্প্রতি ঘোষণা করেছে যে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, OnePlus Open আগামী ১৯ অক্টোবর বিশ্ববাজারে লঞ্চ হবে। আবার লঞ্চ ইভেন্টটি মুম্বাইতে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে কোম্পানি। ইতিমধ্যেই ফোল্ডেবল ফোনটির ডিজাইন এবং হার্ডওয়্যার সম্পর্কিত বিস্তারিত তথ্য সামনে এসেছে। আর এখন এক সুপরিচিত টিপস্টার ভারতে OnePlus Open-এর দাম এবং সেলের তারিখ ফাঁস করেছেন।
OnePlus Open-এর দাম ও সেলের তারিখ
টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন যে, ওয়ানপ্লাস ওপেন ভারতে ১,৩৯,৯৯৯ টাকায় লঞ্চ হবে। এছাড়াও, তিনি জানিয়েছেন যে, এই ফোল্ডেবল স্মার্টফোনের প্রথম সেল আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। চলুন এখনও পর্যন্ত ওয়ানপ্লাস ওপেন-এর স্পেসিফিকেশন সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।
OnePlus Open-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
ওয়ানপ্লাস ওপেন-এর ভিততরে ৭.৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটির বাইরের অংশে ৬.৩১ ইঞ্চির কভার অ্যামোলেড স্ক্রিন অবস্থান করবে এবং এটিও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সাথে আসবে৷ ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিনে রান করবে বলে আশা করা হচ্ছে এবং এটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহৃত হতে পারে, যার সর্বোচ্চ ক্লক স্পিড ৩.৩৬ গিগাহার্টজ। ওয়ানপ্লাস ওপেন সর্বোচ্চ ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জন ইউএফএস ৪.০ স্টোরেজ অফার করতে পারে।
OnePlus Open-এর ক্যামেরাও সমানভাবে আকর্ষণীয় হবে বলে শোনা যাচ্ছে, যার মধ্যে উচ্চ মানের ছবি তোলার জন্য ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স অন্তর্ভুক্ত থাকবে৷ আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের এবং একটি ২০ মেগাপিক্সেলের ক্যামেরা দেখা যাবে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Open শক্তিশালী ৪,৮০০ এমএএইচ ব্যাটারির সাথে বাজারে আসবে বলে শোনা যাচ্ছে, যা ৬৭ ওয়াট চার্জিং সাপোর্ট করতে পারে।