ফার্স্ট লুকেই স্মার্টফোনপ্রেমীদের হৃদয় তোলপাড় করল OnePlus V Fold, আপনার পছন্দ হয়েছে?

Update: 2023-06-20 17:21 GMT

ওয়ানপ্লাস (OnePlus) তাদের প্রথম ফোল্ডেবল ফোনটি খুব শীঘ্রই বাজারে লঞ্চ করতে চলেছে। এটি OnePlus V Fold নামে আত্মপ্রকাশ করবে। বহু প্রতীক্ষিত এই ডিভাইসটিকে নিয়ে বেশ কয়েক মাস ধরেই টেক দুনিয়ায় জল্পনা চলেছে। গত ফেব্রুয়ারিতে ক্লাউড ১১ ইভেন্টে, ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে তারা চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে ফোল্ডেবল ফোনটি লঞ্চ করবে। সাম্প্রতিক রিপোর্টগুলি ইঙ্গিত দেয় যে এটি আগস্ট মাসে উন্মোচিত হবে। চলতি বছরের শুরুতে, কোম্পানিটি চায়না ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশনে V Fold এবং V Flip-এর ট্রেডমার্কও করেছিল। আর এখন এক সুপরিচিত টিপস্টার ফোল্ডেবলটির একটি রেন্ডার প্রকাশ করেছেন।

OnePlus V Fold-এর রেন্ডার ফাঁস হল

স্মার্টপ্রিক্স এবং টিপস্টার স্টিভ হেমারস্টোফারের যৌথপ্রয়াসে ওয়ানপ্লাস ভি ফোল্ড-এর ডিজাইন রেন্ডার প্রকাশ্যে এসেছে। যা সমস্ত কোণ থেকে ফোনটিকে প্রদর্শন করেছে৷ যেমন এর ডানদিকে লম্বা ফর্ম ফ্যাক্টর রয়েছে এবং দেখতে অনেকটা স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড-এর মতো। কভার স্ক্রিনে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট রয়েছে, যেখানে ইনার স্ক্রিনের পাঞ্চ-হোল কাটআউটটি ওপরের বাম কোণে অবস্থিত। রউভয় ডিসপ্লের চারপাশে স্লিম বেজেল থাকার ফলে স্ক্রিন-টু-বডি রেশিও বেশি হতে পারে।

ওয়ানপ্লাস ভি ফোল্ড ফোনটিকে বেশ স্লিম দেখাচ্ছে। কালো রঙের লেদার ফিনিশের ব্যাক প্যানেলে একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে হ্যাসেলব্লাড ব্র্যান্ডি লক্ষ্য করা যায়। এতে ক্যামেরা সেন্সর এবং একটি পেরিস্কোপ লেন্স দেখা গেছে। ফোল্ডেবল ফোনটির ডান প্রান্তে ওয়ানপ্লাসের আইকনিক অ্যালার্ট স্লাইডার এবং ভলিউম রকার বাটনটিও অন্তর্ভুক্ত রয়েছে। ওপরে দুটি এবং নীচে একটি স্পিকার গ্রিলের সাথে একটি ইউএসবি-সি পোর্ট অবস্থান করছে।

এগুলি ছাড়া, রেন্ডার থেকে OnePlus V Fold সম্পর্কে কোনও অতিরিক্ত তথ্য প্রকাশ করেনি। ছবিগুলি দেখে, ফোল্ডেবল ফোনটিকে Oppo Find N2-এর রিব্র্যান্ডেড সংস্করণ বলে মনে হচ্ছে না, কারণ এতে কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর রয়েছে। আগে দাবি করা হয়েছিল যে,V Fold-এ 2K ডিসপ্লে রেজোলিউশন সহ একটি বড় স্ক্রিন থাকবে।

Tags:    

Similar News