এক বাক্সেই ফোনের সঙ্গে ইয়ারবাডস, নববর্ষে ক্রেতাদের জন্য নতুন চমক নিয়ে হাজির Oppo

Update: 2023-12-27 07:03 GMT

নববর্ষের আগে ওপ্পো (Oppo) তাদের বিখ্যাত Reno লাইনআপের অনুরাগীদের জন্য নিয়ে এসেছে বিশেষ উপহার। লেটেস্ট Oppo Reno 11 সিরিজটি নভেম্বরের শেষে চীনে আত্মপ্রকাশ করেছে। এই লাইনআপে Oppo Reno 11 এবং Reno 11 Pro নামে দুটি মডেল রয়েছে। এই হ্যান্ডসেটগুলির লঞ্চের এক মাস পর এখন চীনা ব্র্যান্ডটি নববর্ষের প্রাক্কালে একটি লিমিটেড এডিশনের গিফ্ট বক্স লঞ্চ করেছে। কোম্পানি এটিকে ‘রেনো নিউ ইয়ার্স ইভ ডাবল গিফ্ট’ হিসাবে প্রচার করছে। চলুন এই গিফ্ট বক্সটির দাম কত এবং এতে কি কি মিলবে জেনে নেওয়া যাক।

লঞ্চ হল Oppo Reno 11 Good Things Come in Pairs Good Luck Gift Box

ওপ্পো দ্বারা সদ্য উন্মোচিত গিফ্ট বক্সটিকে আনুষ্ঠানিকভাবে "গুড থিংস কাম ইন পেয়ারস গুড লাক গিফট বক্স" বলা হচ্ছে। এই বাক্সে একটি নয় বরং দুটি ডিভাইস রয়েছে, এগুলি হল মুনস্টোন কালারে দুটি ওপ্পো রেনো ১১ (১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ) ফোন এবং দুটি ওপ্পো এনকো আর প্রো ইয়ারবাড। গিফ্ট বক্সটির মূল্য ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৬৯,৮৭০ টাকা)৷

আলাদাভাবে, ওপ্পো রেনো ১১ এবং এনকো আর প্রো-এর দাম যথাক্রমে ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৪,৯১০ টাকা) এবং ৪৯৯ ইউয়ান (প্রায় ৫,৮১০ টাকা)। অর্থাৎ, পৃথকভাবে কেনা হলে এই ডিভাইসগুলির দুটি ইউনিটের জন্য মোট ৬,৯৯৬ ইউয়ান (প্রায় ৮১,৪৩৫ টাকা) খরচ করতে হত। সুতরাং, নতুন গিফ্ট বক্সটি বেছে নিলে গ্রাহকরা ৯৯৭ ইউয়ান (প্রায় ১১,৬১০ টাকা) বাঁচাতে পারবেন। কিন্তু, এই প্যাকেজটি ২২ ডিসেম্বর থেকে আগামী ১ জানুয়ারি পর্যন্ত শুধুমাত্র চীনের কিছু নির্বাচিত অফলাইন স্টোরগুলিতেই বিক্রি করা হবে।

Oppo Reno 11-এর স্পেসিফিকেশন

Oppo Reno 11-এ ৬.৭ ইঞ্চির কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। এই ১০-বিট স্ক্রিনটি ২,৪১২ x ১,০৮০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং এবং ৯৫০ নিট লোকাল পিক ব্রাইটনেস লেভেল অফার করে৷ ডিভাইসটি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ সহ MediaTek Dimensity 8200 চিপসেট দ্বারা চালিত। এটি অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক কালারওএস ১৪ (ColorOS 14) কাস্টম স্কিনে রান করে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Oppo Reno 11-এর পিছনে ট্রিপল ক্যামেরা সিস্টেম উপস্থিত রয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহায়ক ৫০ মেগাপিক্সেলের Sony LYT-600 প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ২x জুম সহ একটি ৩২ মেগাপিক্সেলের Sony IMX709 টেলিফটো সেন্সর দ্বারা গঠিত৷ আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের Sony IMX709 সেলফি ক্যামেরা বিদ্যমান। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Reno 11-এ ৬৭ ওয়াট সুপারভুক (SuperVOOC) ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Tags:    

Similar News