Oppo A3 Pro: ডিজাইন দেখলে মুগ্ধ হবেন, ওপ্পো এ3 প্রো বাজার কাঁপাতে লঞ্চ হবে এই তারিখে
গত সপ্তাহে Oppo A3 Pro 5G নামে একটি নতুন ওপ্পো স্মার্টফোনের ছবি অনলাইনে ফাঁস হয়েছিল। আর এখন সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কোম্পানি অফিশিয়ালি চীনে ফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করেছে। চলতি সপ্তাহেই Oppo A3 Pro 5G মুক্তি পেতে চলেছে। ওপ্পো ডিভাইসটির ডিজাইন এবং কালার অপশনগুলিও প্রকাশ করে ক্রেতাদের উদ্দীপনা আরও বাড়িয়ে তুলেছে।
Oppo A3 Pro 5G বাজারে আসছে এই সপ্তাহেই
ওপ্পো তাদের অফিসিয়াল ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম) হ্যান্ডেলের মাধ্যমে ঘোষণা করেছে যে, আসন্ন ওপ্পো এ3 প্রো আগামী 12 এপ্রিল চীনে দুপুর 2:30 টায় (স্থানীয় সময়) আত্মপ্রকাশ করবে। জানিয়ে রাখি, রেডমি টার্বো 3 ফোনটি আগামী 10 এপ্রিল লঞ্চ হবে, আর ওপ্পোর-ই সাব-ব্র্যান্ড রিয়েলমি (Realme) তাদের জিটি নিও 6 এসই স্মার্টফোনটি 11 এপ্রিল উন্মোচন করতে চলেছে।
ব্র্যান্ডটি ওপ্পো এ3 প্রো-এর তিনটি কালার অপশনও প্রকাশ করেছে, এগুলি হল - অ্যাজুর, ইউন জিন পাউডার (রোজ) এবং মাউন্টেন ব্লু। ডিজাইন সম্পর্কে বললে, অ্যাজুর কালার শেডে একটি গ্লাস ফিনিশ থাকবে, যেখানে ইউন জিন পাউডার (রোজ) এবং মাউন্টেন ব্লু রঙের কৃত্রিম চামড়া দ্বারা নির্মিত ব্যাক প্যানেল দেখা যাবে।
A-সিরিজের নতুন ওপ্পো ফোনটির স্পেসিফিকেশন এবং ফিচার্স এখনও কোম্পানির তরফে প্রকাশ করা হয়নি, তবে ইতিমধ্যেই জানা গেছে, এটির পরিমাপ হবে 162.7 x 74.5 x 7.8 মিলিমিটার এবং 6.7 ইঞ্চির ডিসপ্লে থাকবে। এই স্ক্রিনটিতে পাঞ্চ-হোল ক্যামেরা সহ সুপার স্লিম বেজেল দেখা যাবে। Oppo A3 Pro 5G কী কী অফার করতে পারে, সে সম্পর্কে ধারণা পেতে এর পূর্বসূরি Oppo A2 Pro-এর স্পেসিফিকেশনগুলি দেখা যেতে পারে।
Oppo A2 Pro-এর স্পেসিফিকেশন
গত বছর সেপ্টেম্বরে লঞ্চ হওয়া Oppo A2 Pro-এ 6.7 ইঞ্চির কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, 920 নিট পিক ব্রাইটনেস এবং 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফোনটিতে MediaTek Dimensity 7050 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা সর্বাধিক 12 জিবি এলপিডিডিআর4এক্স র্যাম এবং 512 জিবি পর্যন্ত ইউএফএস 3.1 স্টোরেজের সাথে যুক্ত।
ফটোগ্রাফির জন্য, Oppo A2 Pro-এর রিয়ার প্যানেলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সর সমন্বিত ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। আর ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, A2 Pro শক্তিশালী 5,000 এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ওপ্পো ফোনটি অ্যান্ড্রয়েড 13 ওএস-ভিত্তিক কালারওএস 13.1 কাস্টম স্কিনে রান করে। এছাড়াও, Oppo A2 Pro ব্লুটুথ 5.2, ওয়াইফাই 6 এবং IP54 জল ও ধুলো প্রতিরোধী রেটিং অফার করে।