Oppo A38 ফোন ব্যবহার করেন? এই উপায়ে পেতে পারেন Android 14 আপডেট
Oppo তাদের ফোনে ColorOS 14 আপডেট পৌঁছে দেওয়ার কাজ করছে। ইতিমধ্যেই সংস্থার Oppo A77, A77s, ও A57 ফোনে Android 14 ভিত্তিক এই কাস্টম স্কিনের আপডেট এসে পৌঁছেছে। এখন আবার Oppo A38 ডিভাইসের জন্য এই কাস্টম স্কিনের বিটা টেস্টিং পোগ্রাম চালু হল।
সংস্থার তরফে জানানো হয়েছে, প্রথম ৫,০০০ জন ব্যবহারকারী এই পোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। এর জন্য ২৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। তবে মাথায় রাখবেন যে, যেসব ওপ্পো এ৩৮ ডিভাইস CPH2579_14.0.0.80(EX01) ফার্মওয়্যার ভার্সনে চলে, কেবল তারাই আবেদন করতে পারবে।
Oppo A38 ব্যবহারকারীরা কীভাবে আবেদন করবেন
ওপ্পো এ৩৮ ব্যবহারকারীরা নতুন আপডেট পাওয়ার জন্য ফোনের Settings > About device > Tap the icon on the top right (ডান দিকে ডটে ক্লিক) > Trial versions > Beta অপশন অনুসরণ করতে হবে। এরপর কিছু সাধারণ তথ্য দিয়ে Apply Now অপশনে ক্লিক করুন।
সফলভাবে আবেদন করার পর ফোনের About Device সেকশনে গিয়ে নতুন আপডেট ডাউনলোড করার জন্য Download Now অপশনে ক্লিক করুন।