বাজেটের মধ্যে দুর্দান্ত ক্যামেরা, Oppo A38 ভারতে আসছে আগামী মাসেই, ফিচার দেখে নিন
ওপ্পোর আসন্ন A-সিরিজের স্মার্টফোন, Oppo A38-কে নিয়ে বেশ কিছুদিন ধরেই টেক জগতে জল্পনা চলছে। শোনা যাচ্ছে এটি শীঘ্রই গ্লোবাল মার্কেটে পা রাখবে। ফোনটি ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাতের টিডিআরএ (TDRA), মালয়েশিয়ার এসআইআরআইএম (SIRIM), থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) এবং ব্রিটেনের জিসিএফ (GCF) সহ একাধিক সংস্থা কর্তৃক সার্টিফিকেশন লাভ করেছে। এমনকি, Oppo A38-এর মূল স্পেসিফিকেশনগুলিও অনলাইনে ফাঁস হয়েছে। কিন্তু ফোনটি কবে এদেশে লঞ্চ হবে, সেসম্পর্কে বিশেষ কোনও তথ্য এতদিন জানা যায়নি। তবে এখন এক সুপরিচিত টিপস্টার এই ধোঁয়াশা কিছুটা দূর করেছেন। তার মতে, আসন্ন Oppo A38 সেপ্টেম্বরেই ভারতের বাজারে প্রবেশ করছে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
Oppo A38 শীঘ্রই আসছে ভারতের বাজারে
নির্ভরযোগ্য টিপস্টার মুকুল শর্মা তার এক্স পোস্টে দাবি করেছেন যে, সেপ্টেম্বর মাসেই ওপ্পো এ৩৮ ফোনটি ভারতে আত্মপ্রকাশ করবে। তবে শুধু এই ডিভাইসটিই নয়, একটি ওপ্পো ট্যাবলেট এবং ক্ল্যাম্পশেল ডিজাইনের ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনটিও শীঘ্রই এদেশে লঞ্চ হবে। প্রসঙ্গত, ফাইন্ড এন৩ ফ্লিপ কয়েকদিন আগেই চীনের বাজারে লঞ্চ হয়েছে এবং কোম্পানি সম্প্রতি নিশ্চিত করেছে যে এটি ভারত সহ গ্লোবাল মার্কেটেও উপলব্ধ হবে।
সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, ওপ্পো এ৩৮-এর সামনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৩ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে থাকবে। আর পিছনের দিকে এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স দ্বারা গঠিত পিল-আকৃতির ক্যামেরা মডিউল দেখা যাবে। ওপ্পো এ৩৮-কে বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি শক্তি যোগাবে বলে জানা গেছে। এই ফোনে ১২৮ জিবি স্টোরেজ মিলবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টমে চলবে।
উল্লেখ্য, Oppo A38 সম্প্রতি CPH2579 মডেল নম্বর সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এই লিস্টিংটি ইঙ্গিত করেছে যে, ডিভাইসটি MediaTek Helio G85 প্রসেসর দ্বারা চালিত হবে। এছাড়াও বেঞ্চমার্ক তালিকাটি থেকে জানা গেছে যে, ফোনটি ৪ জিবি র্যাম অফার করবে, তবে লঞ্চের সময় এর আরও র্যাম বিকল্প বাজারে আসবে বলে আশা করা যায়। Oppo A38 সম্ভবত ব্ল্যাক এবং গোল্ড কালার শেডে পাওয়া যাবে এবং এর দাম হতে পারে ১৫৯ ইউরো (প্রায় ১৪,৩০০ টাকা)।