জনপ্রিয় ফোনের 4G ভার্সন সস্তায় লঞ্চ করতে চলেছে Oppo, থাকবে পাওয়ারফুল ব্যাটারি

Update: 2023-07-17 09:35 GMT

ওপ্পো খুব শীঘ্রই তাদের A-সিরিজের অধীনে Oppo A58 4G লঞ্চ করতে চলেছে। সম্প্রতি থাইল্যান্ডের ন্যাশানাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) থেকে ফোনটির অফিশিয়াল নাম প্রকাশ্যে এসেছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS), আমেরিকার ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC), টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland) এবং ইন্দোনেশিয়ার টিকেডিএন (TKDN) এর পর এবার Oppo A58 4G ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG)-এর ডেটাবেসে উপস্থিত হয়েছে। যা ইঙ্গিত করে যে, ফোনটির বাজারে আসতে আর খুব বেশি সময় বাকি নেই।

Oppo A58 4G হাজির Bluetooth SIG সাইটে

CPH2577 মডেল নম্বর সহ ওপ্পো এ৫৮ ৪জি ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে এবং এই লিস্টিংটি প্রকাশ করেছে যে, ওপ্পোর এই আসন্ন ফোনটি ব্লুটুথ ৫.৩ সাপোর্ট করবে। যদিও সার্টিফিকেশনটি থেকে ডিভাইস সম্পর্কে আর কোনও বিবরণ সামনে আসেনি। তবে, ওপ্পো এ৫৮ ৪জি-এর এফসিসি লিস্টিং বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে।

Oppo A58 4G-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

এফসিসি (FCC)-র ছাড়পত্র অনুযায়ী, ওপ্পো এ৫৮ ৪জি-এর পুরুত্ব হবে মাত্র ৭.৯৯ মিলিমিটার এবং ওজন হবে ১৯১ গ্রাম। এটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। নথিগুলি আরও প্রকাশ করেছে যে, ওপ্পো এ৫৮-এ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.১ (ColorOS 13.1) সফ্টওয়্যার ভার্সন প্রিইনস্টল করা থাকবে। এগুলি ছাড়া আর কোনও তথ্য এখনও প্রকাশ্যে না এলেও, আশা করা হচ্ছে যে ডিভাইসটি শীঘ্রই ভারত, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের মতো বাজারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।

উল্লেখ্য, গতবছর নভেম্বর মাসে লঞ্চ হওয়া Oppo A58-এর 5G ভার্সনে MediaTek-এর এন্ট্রি-লেভেল Diemsnsity 700 চিপসেট আছে, তাই নয়া ভ্যারিয়েন্টে একই ক্ষমতার 4G প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। 5G মডেলটি এইচডি+ রেজোলিউশন সহ আইপিএস ডিসপ্লের সাথে এসেছে। নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।

এছাড়া, ক্যামেরার ক্ষেত্রে, A58 5G-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল ক্যামেরা এবং সামনের দিকে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান৷ পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo A58 5G মডেলটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News