এলাকায় 5G না থাকলেও চিন্তা নেই, আপনার জন্য সস্তায় সুন্দর 4G স্মার্টফোন আনছে Oppo

Update: 2023-07-22 06:35 GMT

গত বছর নভেম্বরে, Oppo A58 5G ফোনটি চীনে লঞ্চ করা হয়েছিল। ব্র্যান্ডটি এখন Oppo A58 4G নামে গ্লোবাল মার্কেটে এরই একটি 4G ভ্যারিয়েন্ট লঞ্চ করার পরিকল্পনা করছে। ডিভাইসটি ইতিমধ্যে ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC), টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland), ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এবং থাইল্যান্ডের এনবিটিসি (NBTC)-এর অনুমোদন লাভ করেছে। আর এখন, Oppo A58 4G মালয়েশিয়ার এসআইআরআইএম (SIRIM) সার্টিফিকেশন ডেটাবেসে উপস্থিত হয়েছে। যা উক্ত দেশগুলিতে ফোনটির শীঘ্রই লঞ্চের দিকে ইঙ্গিত করছে।

Oppo A58 4G-কে দেখা গেল SIRIM-এর ডেটাবেসে

CPH2577 মডেল নম্বর ওপ্পো এ৫৮ ৪জি স্ট্যান্ডার্ডস এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইন্সটিটিউট অফ মালয়েশিয়া (SIRIM) কর্তৃপক্ষের ছাড়পত্র লাভ করেছে। যদিও লিস্টিংটি কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে এটি নিশ্চিত করে যে স্মার্টফোনটি শীঘ্রই মালয়েশিয়ায় আত্মপ্রকাশ করবে।

উল্লেখ্য, এর আগে প্রকাশ হয়েছে যে, ওপ্পো এ৫৮ ৪জি-তে ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে এবং এটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ ডিভাইসটি ৭.৯৯ মিলিমিটার পুরু হবে এবং ওজন হবে ১৯১ গ্রাম। এছাড়া, ওপ্পোর আসন্ন ফোনটি অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক কালার ওএস ১৩.১ (ColorOS 13.1) সফ্টওয়্যার ভার্সনে রান করবে বলে জানা গেছে।

Oppo A58 5G: স্পেসিফিকেশন

গত বছর নভেম্বর মাসে লঞ্চ হওয়া Oppo A58-এর 5G সংস্করণে ৬.৫৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ১,৬১২ x ৭২০ পিক্সেলের (এইচডি+) রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এর স্ক্রিনে ডিউ ড্রপ নচ ডিজাইন দেখা যায় এবং সর্বোচ্চ ৬০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করে। ডিভাইসটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। Oppo A58 5G অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম স্কিনে রান করে।

Oppo A58 5G-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সমন্বিত ডুয়েল-ক্যামেরা সিস্টেম উপস্থিত রয়েছে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। এছাড়াও, Oppo A58 5G ডুয়েল সিম সাপোর্ট, ৫জি, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.৩, জিএনএসএস এবং ইউএসবি টাইপ-সি অফার করে। এতে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি মাইক্রোএসডি কার্ড স্লট, ডুয়েল স্টেরিও স্পিকার এবং একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo A58 5G শক্তিশালী ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে এসেছে, যা ৩৩ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News