Oppo A77 চুপিচুপি ভারতে লঞ্চ হল, 8 জিবি র্যাম সহ রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা
ওপ্পো ভারতের বাজারে আজ লঞ্চ করেছে তাদের A-সিরিজের নতুন হ্যান্ডসেট, Oppo A77। এটি একটি বাজেট-রেঞ্জ ফোনহ যা ফুল-এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। এছাড়াও, Oppo A77 MediaTek Helio G35 চিপসেট এবং ৪ জিবি ফিজিক্যাল র্যাম + ৪ জিবি এক্সটেন্ডেড র্যাম অফার করে। আসুন এই নয়া ওপ্পো স্মার্টফোনটির দাম, ফিচার ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ভারতে ওপ্পো এ৭৭-এর দাম (Oppo A77 Price in India)
ভারতে ওপ্পো এ৭৭-এর একমাত্র ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১৫,৪৯৯ টাকা। যে সমস্ত গ্রাহকরা আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ডিভাইসটি কিনবেন, তারা ফোনটির দামের ওপর ১০ শতাংশ ক্যাশব্যাক পেয়ে যাবেন।
ওপ্পো এ৭৭-এর স্পেসিফিকেশন এবং ফিচার (Oppo A77 Specifications and Features)
ওপ্পো এ৭৭-এ ৬.৫৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ৭২০x১,৬০০ পিক্সেলের ইএইচডি+ রেজোলিউশন অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৩৫ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ৪ জিবি ফিজিক্যাল র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। আবার এই ওপ্পো ফোনে অতিরিক্ত ৪ জিবি এক্সটেন্ডেড র্যাম এবং স্টোরেজ সম্প্রসারণের জন্য ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটও পাওয়া যাবে। ওপ্পো এ৭৭ অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, Oppo A77-এর রিয়ার প্যানেলে অবস্থিত ডুয়েল ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো/ডেপ্থ সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo A77 ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩৩ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, এই নতুন বাজেট রেঞ্জ হ্যান্ডসেটের কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে, ডুয়েল ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস, ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। Oppo A77-এ অডিওর জন্য, স্টেরিও স্পিকার এবং নিরাপত্তার জন্য একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে।