Oppo: ওপ্পোর একাধিক ফোনে আসছে Android 14 আপডেট, আপনারটা আছে কিনা দেখুন

Update: 2024-01-09 08:29 GMT

আগামী ১২ জানুয়ারী বহু প্রতীক্ষিত Oppo Reno 11 সিরিজটি গ্লোবাল মার্কেটে উন্মোচনের জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি, কোম্পানি একই সাথে তাদের অবশিষ্ট স্মার্টফোনগুলি ColorOS 14 ভার্সনে আপডেট করার জন্য কাজ করছে। ওপ্পো ইতিমধ্যেই Android 14 অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে বিশ্বজুড়ে একাধিক কম্প্যাটিবল ফোনে লেটেস্ট ColorOS 14 আপডেট নিয়ে এসেছে। এরমধ্যে বেশিরভাগ ফ্ল্যাগশিপ এবং মিড-রেঞ্জ স্মার্টফোন। আর এখন, কিছু ফোল্ডেবল এবং এন্ট্রি-লেভেল স্মার্টফোন আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করছে। এবার কোম্পানি ColorOS 14 Stable আপডেটের জানুয়ারি, ২০২৪ টাইমলাইনের জন্য কয়েকটি স্মার্টফোনের নাম প্রকাশ করেছে। চলুন কোন কোন ফোন জানুয়ারিতে নতুন সফ্টওয়্যার আপডেট পেতে চলেছে, জেনে নেওয়া যাক।

প্রকাশিত হল জানুয়ারি মাসের জন্য ColorOS 14 Stable আপডেট রোলআউট টাইমলাইন

ওপ্পো ঘোষণা করেছে যে, ভারতে ওপ্পো কে১০ ৫জি এবং অস্ট্রেলিয়াতে ওপ্পো এ৭৭ ৫জি আগামী ২২ জানুয়ারি থেকে কালারওএস ১৪ (ColorOS 14) আপডেট পেতে শুরু করবে। ইতিমধ্যে, ওপ্পো ফাইন্ড এন, ফাইন্ড এন২ ফ্লিপ,ফাইন্ড এন৩ ফ্লিপ, ফাইন্ড এক্স৫ প্রো, ফাইন্ড এক্স৫, ফাইন্ড এক্স৩ প্রো, রেনো১০ প্রো প্লাস ৫জি, রেনো১০ প্রো ৫জি, রেনো১০ ৫জি, রেনো ৮ প্রো ৫জি, রেনো৮ ৫জি, রেনো ৮, রেনো৮ টি ৫জি, রেনো৮ টি, রেনো৭, এফ২৩ ৫জি, এফ২১এস প্রো, এবং এফ২১ প্রো সহ বেশ কয়েকটি ওপ্পো স্মার্টফোন আপডেটটি পাচ্ছে।

চলতি মাসের পরে, ইন্দোনেশিয়া এবং ভারতে ওপ্পো ফাইন্ড এন৩ সহ ফোল্ডেবল স্মার্টফোনগুলি কালারওএস ১৪ আপডেট পেতে শুরু করবে। তবে, কিছু দেশ কয়েকদিন আগে ওপেন বিটা আপডেট পেয়েছে। ঘোষণাটি নির্দিষ্ট অঞ্চলে ওপ্পো অফিসিয়াল কমিউনিটি ফোরামের মাধ্যমে প্রচারিত হবে। তবে, ওপ্পো যে এই প্রথম টাইমলাইন প্রকাশ করেছে তা নয়, কোম্পানিটি প্রতি মাসে একটি আপডেট টাইমলাইন প্রকাশ করে।

ColoroS 14-এর বৈশিষ্ট্য

ColorOS 14 সম্পূর্ণ ডিজাইন ওভারহল, পারফরম্যান্স অপ্টিমাইজেশন এবং স্টেবিলিটি সহ বেশ কিছু নতুন পরিবর্তন নিয়ে এনেছে। এটি ইন্টারফেসে অ্যাকোয়ামরফিক ডিজাইন যুক্ত করে, যা সাউন্ড এফেক্ট, কালার সিস্টেম এবং ইন্টার‍্যাকশন বৃদ্ধি করবে। এছাড়াও এটি হোমল্যান্ড এওডি (Homeland AOD)-র সাথে অলওয়েজ-অন ডিসপ্লে (AOD) পুনর্গঠন করে, যা প্রাকৃতিক দৃশ্যগুলি প্রদর্শন করে এবং এনভায়রনমেন্ট ভিশন পেজগুলিকে ডেইলি স্টেপসের সাথে লিঙ্ক করে৷ এআই (AI)-চালিত স্মার্ট টাচ প্রতিদিনের কাজগুলিকে স্ট্রিমলাইন করে, আবার স্মার্ট ইমেজ ম্যাটিং এবং ট্রিনিটি ইঞ্জিন আপগ্রেড ইমেজ এডিটিংকে উন্নত করে৷ স্মার্ট চার্জিং সেফটি এবং প্রাইভেসি নিশ্চিত করে ব্যবহারের শর্তের ওপর ভিত্তি করে চার্জিং কারেন্ট অ্যাডজাস্ট করে।

এছাড়া, ColorOS 14 দ্রুত অ্যাপ নেভিগেশন এবং রিয়েল-টাইম আপডেটের জন্য বিটমোজি এওডি (Bitmoji AOD)-এর সাথে স্ন্যাপচ্যাট (Snapchat)-কে ইন্টিগ্রেট করে। সামগ্রিকভাবে, ColorOS 14 একটি ব্যাপক এবং ইউজার-কেন্দ্রিক মোবাইল এক্সপেরিয়েন্স প্রদান করে।

Tags:    

Similar News