২৮ ঘন্টা ব্যাটারি লাইফ সহ Oppo Enco Air 2 Pro ইয়ারফোন ভারতে লঞ্চ হল, দাম সাধ্যের মধ্যে

By :  techgup
Update: 2022-04-13 15:57 GMT

ভারতীয় বাজারে লঞ্চ হল ওপ্পো-র নতুন ইয়ারবাড, Oppo Enco Air 2 Pro। এটি পূর্বসূরী ওপ্পো এনকো ২ ইয়ারফোনের উচ্চতর ভার্সন। নয়া ইয়ারফোনটি ১২.৪ এমএম ডাইনামিক ড্রাইভার, ডুয়েল মাইক্রোফোনের সাথে এসেছে। সংস্থাটি দাবি করেছে, ইয়ারফোনটি একবার চার্জে ২৮ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে পারবে। চলুন Oppo Enco Air 2 Pro ইয়ারফোনের দাম ও সমস্ত ফিচার জেনে নেওয়া যাক।

Oppo Enco Air 2 Pro ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতে ওপ্পো এনকো এয়ার ২ প্রো ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ৩,৪৯৯ টাকা। আগামী ২১ এপ্রিল থেকে ফোনটির বিক্রি শুরু হবে। আপাতত হোয়াইট এবং গ্রে কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন ইয়ারফোনটি।

Oppo Enco Air 2 Pro ইয়ারফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ইন ইয়ার ডিজাইনের ওপ্পো এনকো এয়ার ২ প্রো ইয়ারফোন ১২.৪ এমএম ডাইনামিক ড্রাইভারের সাথে এসেছে। এর সাউন্ড ফ্রিকোয়েন্সি রেঞ্জ ২০ হার্টজ থেকে ২০,০০০ হার্টজ পর্যন্ত। আগের এনকো এয়ার ২ এর কেসের মত এর কেসেও রয়েছে বাবল লাইক ডিজাইন। তবে এর লিডের অংশটি স্বচ্ছ নয়।

নতুন ইয়ারফোনটি এআই বেস অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশনের সাথে এসেছে। এর ডুয়েল মাইক্রোফোন বাইরের অবাঞ্ছিত আওয়াজ এড়াতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে টাচ কন্ট্রোলের সুবিধা। ইউজাররা ওপ্পো এনকো এয়ার ২ প্রো ইয়ারফোনে সিঙ্গেল ট্যাপের মাধ্যমে পজ/প্লে, ডবল ট্যাপে ম্যাজিক ট্র্যাক পরিবর্তন এবং ট্রিপল ট্যাপের মাধ্যমে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, শর্ট হোল্ড এবং লং হোল্ড অ্যাক্টিভ করতে পারবেন।

অন্যদিকে, নবাগত ইয়ারফোনে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ভি ৫.২ ভার্সন এবং এটি কুইক পেয়ারিং ও ইনস্ট্যান্ট কানেকশন ফিচারযুক্ত। ফলে কয়েক মুহূর্তের মধ্যেই এটি একটি ফোন থেকে আরেকটি ফোনে কানেক্ট হয়ে যেতে পারবে। তদুপরি ইয়ারফোনটি জল এবং ধুলো থেকে সুরক্ষা দিতে আইপি৫৪ প্রাপ্ত। এছাড়া ইউএসবি সি পোর্টের মাধ্যমে এটিকে চার্জ দেওয়া সম্ভব। মাত্র ১০ মিনিট চার্জে এটি দু'ঘণ্টা পর্যন্ত ব্যবহারযোগ্য।

পরিশেষে আলোচনা করা যাক Oppo Enco Air 2 Pro ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। একক চার্জে নতুন এই ইয়ারফোনটি ৭ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি। এর জন্য এর প্রত্যেকটি ইয়ারবাডে দেওয়া হয়েছে ৪৩ এমএএইচ ব্যাটারি। আবার এর চার্জিং কেসের ব্যাটারি ক্যাপাসিটি ৪৪০ এমএএইচ। তাই চার্জিং কেস সমেত এটি ২৮ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লে ব্যাক টাইম অফার করতে সক্ষম।

Tags:    

Similar News