Oppo F21S Pro, F21S আসছে ৮ জিবি র‌্যামের সাথে, থাকবে দুর্দান্ত ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা

Update: 2022-09-12 07:52 GMT

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো সম্প্রতি নিশ্চিত করেছে যে, নতুন Oppo F21S সিরিজটি শীঘ্রই ভারতের বাজারে উন্মোচিত হবে। সেই মতো কয়েকদিন আগে একটি ডেডিকেটেড মাইক্রোসাইট আসন্ন ডিভাইসের কিছু মূল ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ করে লাইভ হয়েছে। F21S সিরিজের ডিভাইসগুলি ৩০× ম্যাগনিফিকেশন, রিয়ার অরবিটাল লাইট এবং ওপ্পো গ্লো ডিজাইন ল্যাঙ্গুয়েজ সহ আসবে। উল্লেখযোগ্যভাবে, ওপ্পোর আপকামিং স্মার্টফোন লাইনআপটি তার সেগমেন্টে প্রথম মাইক্রোলেনস ক্যামেরা সেটআপ অফার করবে বলেও জানা গেছে। যদিও, ওপ্পো এই সিরিজের অধীনে কোন কোন ডিভাইসগুলি বাজারে আত্মপ্রকাশ করবে, সে সম্পর্কে এখনও কিছু নিশ্চিত করেনি। তবে এখন F21S সম্পর্কিত একটি নতুন রিপোর্ট সামনে এসেছে, যা এবিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে।

Oppo F21S Pro এবং F21S শীঘ্রই আসছে ভারতের বাজারে

প্রাইসবাবা (Pricebaba)-এর সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, ওপ্পো এফ২১এস সিরিজে ওপ্পো এফ২১এস এবং ওপ্পো এফ২১এস প্রো নামের স্ট্যান্ডার্ড এবং প্রো উভয় মডেলই ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ থাকবে। এছাড়াও, রিপোর্টে ওপ্পো এফ২১এস প্রো-এর লাইভ ইমেজও প্রকাশ করা হয়েছে। রিপোর্টে প্রকাশিত লাইভ ইমেজটি বর্তমানে অ্যামাজনের মাইক্রোসাইটে দেখতে পাওয়া ছবিটির অনুরূপ।

প্রসঙ্গত, ফাঁস হওয়া ছবিতে দুটি হ্যান্ডসেটকে দেখা গেছে, যার মধ্যে একটি হবে স্ট্যান্ডার্ড ওপ্পো এফ২১এস এবং অন্যটি হবে এফ২১এস প্রো। প্রো মডেলটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে, তবে এফ২১এস ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। এফ২১এস প্রো-এর ক্যামেরা ইউনিটটি হল সেগমেন্টের প্রথম মাইক্রোলেন্স যুক্ত ক্যামেরা সেটআপ, যা ৩০x ম্যাগনিফিকেশন অফার করতে পারে। ডিভাইসটিতে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি ম্যাক্রো লেন্স এবং একটি মাইক্রোলেন্স ক্যামেরা যুক্ত থাকতে পারে।

উল্লেখ্য, Oppo F21S Pro-এর রিয়ার ক্যামেরা মডিউলের চারপাশে অরবিট লাইট উপস্থিত থাকবে, যা লো লাইটে বেশি কার্যকরী হবে। এছাড়া, ওপ্পো হ্যান্ডসেটটি ডনলাইট গোল্ড এবং স্টারলাইট ব্ল্যাক-এই দুই কালার অপশনে বাজারে উপলব্ধ হবে বলেও জানা গেছে।

Tags:    

Similar News