Oppo F25 বাজার কাঁপাতে এই তারিখে লঞ্চ হচ্ছে, ডিসপ্লে-ক্যামেরা-চার্জিং মন জয় করবে
ওপ্পো বর্তমানে Oppo F23-এর উত্তরসূরি মডেল লঞ্চের জন্য ব্যস্ত বলে জানা গেছে, যেটি ভারতে গত বছর মে মাসে এসেছিল। সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছে যে, ওই স্মার্টফোনটি Oppo F25 নামে আগামী মাসেই (মার্চে) দেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়ে যেতে পারে। জল্পনা বাড়িয়ে এবার ফোনটির লঞ্চের তারিখের পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে।
Oppo F25-এর লঞ্চের তারিখ (সম্ভাব্য)
টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন যে, ওপ্পো এফ২৫ ভারতে আগামী ৫ মার্চ লঞ্চ হতে পারে। ওপ্পো সম্প্রতি থাইল্যান্ডে ওপ্পো রেনো ১১এফ লঞ্চ করেছে। স্মার্টফোনটি আগামী দিনে দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কিছু দেশে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। ভারতের বাজারে আসতে চলা ওপ্পো এফ২৫ আসলে রেনো ১১এফ-এর রিব্যাজড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে।
Oppo F25-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
ওপ্পো এফ২৫-এ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। ডিভাইসটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালার ওএস ১৪ কাস্টম স্কিনে চলবে। ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ চিপসেট থাকবে, যা ৮ জিবি র্যাম, ৮ জিবি ভার্চুয়াল র্যাম, ১২৮ জিবি/ ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত হবে।
ফটোগ্রাফির জন্য, Oppo F25-এর রিয়ার প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করবে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Oppo F25-এ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।
ডিভাইসটি ৭.৫৪ মিলিমিটার স্লিম এবং ১৭৭ গ্রাম ওজনের হতে পারে। এটি জল ও ধুলো প্রতিরোধের জন্য, আইপি৬৫ (IP65)-রেটেড চ্যাসিস সহ আসবে বলে শোনা যাচ্ছে। বর্তমানে, Oppo F25-এর দাম সম্পর্কে কোন তথ্য উপলব্ধ নেই। তবে জানিয়ে রাখি, লঞ্চের সময় পূর্বসূরি F23-এর দাম ছিল ২৪,৯৯৯ টাকা। তাই মনে করা হচ্ছে, F25-ও ভারতে একই মূল্যের সাথে আত্মপ্রকাশ করতে পারে।