Oppo F27: আগস্টে দেশে নতুন স্মার্টফোন আনছে ওপ্পো, 256 জিবি স্টোরেজ সহ লঞ্চ আগামী সপ্তাহে

Update: 2024-08-12 15:44 GMT

ওপ্পো এফ২৭ প্রো+ ৫জি জুন মাসে ভারতের প্রথম আইপি৬৯ ওয়াটারপ্রুফ স্মার্টফোন হিসাবে লঞ্চ হয়েছে। এবার স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ ওপ্পো এফ২৭ দেশে শীঘ্রই পা রাখবে বলে খবর পাওয়া গিয়েছে। টিপস্টার সুধাংশুকে সূত্র হিসাবে উদ্ধৃত করে ৯১ মোবাইলস দাবি করেছে, এটি আগামী সপ্তাহের মধ্যে ভারতে লঞ্চ হবে। ফোনটির ফ্রন্ট ও ব্যাক প্যানেলের ডিজাইনও প্রকাশ করা হয়েছে।

Oppo F27 5G লঞ্চ এবং ডিজাইন

আগামী সপ্তাহে রিলিজ কনফার্ম করা গেলেও লঞ্চের দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। ওপ্পো এফ২৭ দু'টি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। প্রথমটিতে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকবে। আর অপরটি ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ অফার করবে। প্রসঙ্গত, ওপ্পো এফ২৭ প্রো+ মডেলটিও একই মেমরি অপশনে উপলব্ধ।

লিক হওয়া ছবি অনুযায়ী, ওপ্পো এফ২৭ ৫জি ফ্ল্যাট এজ ও পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে আসবে। এতে মেটাল ফ্রেম সহ গ্রেডিয়েন্ট কালার ডিজাইন রয়েছে বলে মনে করা হচ্ছে। যেখানে প্রো+ মডেলটিতে কার্ভড ডিসপ্লে ও ভিগান লেদার ব্ল্যাক প্যানেল বর্তমান। মিল একটাই আর সেটা হল গোল ক্যামেরা মডিউল।

ওপ্পো এফ২৭ বেস মডেল হওয়ার কারণে এটি এফ২৭ প্রো+ ফোনের থেকে সস্তায় লঞ্চ হবে, যার দাম বর্তমানে ২৭,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। তবে স্পেসিফিকেশন বা ফিচার্স কেমন হবে, সেই নিয়ে এখন কোনও মন্তব্য করা যাচ্ছে না। প্রো+ মডেলটিতে আইপি৬৯ রেটিং ছিল, ফলে বেস মডেলেও এই ওয়াটার রেজিট্যান্স ফিচার থাকার হালকা সম্ভাবনা আছে।

Tags:    

Similar News