অ্যামোলেড ডিসপ্লে সহ দুর্দান্ত ক্যামেরা, Oppo Find N2 ও Oppo Find N2 Flip ফোল্ডিং ফোন লঞ্চ হল
Oppo আজ তাদের হোম মার্কেটে দুটি নতুন ফোল্ডেবল স্মার্টফোনের ঘোষণা করেছে। নবাগত ফোন দুটি হল - Oppo Find N2 এবং Oppo Find N2 Flip। যার মধ্যে প্রথমটি হল আজ থেকে ঠিক ১ বছর আগে অর্থাৎ ২০২১ সালের ১৫ই ডিসেম্বর আত্মপ্রকাশ করা Find N মডেলের উত্তরসূরি৷ নতুন হ্যান্ডসেট দুটির মধ্যে Find N2 হল হাই-এন্ড মডেল এবং এটি ডুয়াল ডিসপ্লে সেটআপ ডিজাইনের সাথে এসেছে৷ এছাড়াও এই ফোনে - ৩২ মেগাপিক্সেলের ডুয়েল সেলফি ক্যামেরা ইউনিট, লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৩ ওএস এবং ৫১২ জিবি পর্যন্ত রম মিলবে। অন্যদিকে, Find N2 Flip হল সংস্থার প্রথম ফ্লিপ ফোল্ডিং স্ক্রিন যুক্ত মডেল। এই ভাঁজযোগ্য ফোনটিও টুইন ডিসপ্লে ডিজাইন অফার করবে। আর বিশেষত্ব হিসাবে এটি - ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ চিপসেট, ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট করে। আসুন সদ্য আগত Oppo Find N2 এবং Find N2 Flip ফ্ল্যাগশিপ-দ্বয়ের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
ওপ্পো ফাইন্ড এন২ -এর স্পেসিফিকেশন (Oppo Find N2 specifications)
ওপ্পো ফাইন্ড এন২ ডুয়েল ডিসপ্লে সেটআপ সহ এসেছে। এই ফোল্ডেবল স্মার্টফোনটিতে প্রাইমারি ডিসপ্লের জন্য নোটবুকের ন্যায় ইনওয়ার্ড ফোল্ডিং ডিজাইন দেখা যাবে। আর সেকেন্ডারি প্যানেলটি হল ছোট আকারের একটি রেগুলার টাচ-স্ক্রিন। বিশদে বললে, ওপ্পো ফাইন্ড এন২ -তে ৭.১-ইঞ্চির LTPO প্রাইমারি ডিসপ্লে রয়েছে, যা ১৯২০x১৭৮২ পিক্সেল রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। অন্যদিকে বাহ্যিক বা সেকেন্ডারি প্যানেলটির সাইজ ৫.৫৪-ইঞ্চি, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন অফার করে। উভয়ই AMOLED ডিসপ্লে এবং HDR10+ প্রযুক্তি সমর্থন করে।
ওপ্পো ফাইন্ড এন২ স্মার্টফোনের ব্যাক প্যানেলে থাকা ক্যামেরা মডিউলে হ্যাসেলব্লাড ব্র্যান্ডিং সহ তিনটি সেন্সর রয়েছে। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি Sony IMX890 সেন্সর, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২এক্স অপটিক্যাল জুম সহ ৩২ মেগাপিক্সেল টেলিফটো শুটার। আর এই ডিভাইসে ৩২ মেগাপিক্সেলের ডুয়াল সেলফি ক্যামেরা সেটআপ দেখা যাবে। এক্ষেত্রে একটি সেলফি ক্যামেরা প্রাইমারি ডিসপ্লেতে এবং অপরটি বাইরের দিকে থাকা সেকেন্ডারি ডিসপ্লেতে অবস্থিত। উক্ত ডিভাইসে সংস্থার নিজস্ব ISP ইমেজ সেন্সর মারিসিলিকন এক্স (MariSilicon X) ব্যবহার করা হয়েছে, যা হ্যাসেলব্লাডের সাথে অংশীদারিত্বে নির্মিত।
অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, Oppo Find N2 কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর সহ এসেছে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) কাস্টম স্কিনে রান করে। স্টোরেজ হিসাবে উক্ত ডিভাইসে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি রম মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই নয়া ওপ্পো ফ্ল্যাগশিপে ৪,৫২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। ফোনটির পরিমাপ ১৩২.২×৭২.৬×১৪.৬ মিমি এবং ওজন ২৩৭ গ্রাম।
ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ -এর স্পেসিফিকেশন (Oppo Find N2 Flip specifications)
ওপ্পো ফাইন্ড এন২ মডেলের পাশাপাশি নিজেদের একটি ফ্লিপ ফোল্ডিং স্ক্রিন মডেলও চালু করেছে। Moto Razr এবং Samsung Galaxy Z Flip 4 ফোনের মতোই একসমান ক্ল্যামশেল ডিজাইনের সাথে এসেছে ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ। পূর্ববর্তী মডেলের ন্যায় আলোচ্য ফোল্ডেবল ফোনটিতেও টুইন ডিসপ্লে বিদ্যমান। এক্ষেত্রে ডিভাইসের কভার ডিসপ্লেটি - নোটিফিকেশন ব্রাউজিং এবং ফ্রন্ট তথা রিয়ার সেন্সর ব্যবহার করে ক্যামেরা ভিউফাইন্ডার হিসাবে কাজ করার মতো কয়েকটি বিশেষ সুবিধা অফার করবে।
Oppo Find N2 Flip স্মার্টফোনে ৬.৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED প্রাইমারি ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, DCI P3 কালার গ্যামেট এবং HDR10+ প্রযুক্তি সমর্থন করে। অন্যদিকে বাহ্যিক বা সেকেন্ডারি প্যানেলটি আকারে অনেকটাই ছোট অর্থাৎ ২.২৬-ইঞ্চির। এটি হল একটি OLED ডিসপ্লে যা ৭২০ পিক্সেল রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। তদুপরি, পারফরম্যান্সের জন্য আলোচ্য ডিভাইসে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ প্রসেসর। এটি ১৬ জিবি পর্যন্ত LPDDR5 র্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থিত ৪,৩০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে।
ক্যামেরা ফ্রন্টের কথা বললে, ওপ্পো আনীত এই লেটেস্ট ভাঁজযোগ্য মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট উপস্থিত। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। অন্যদিকে ডিভাইসের প্রাইমারি ডিসপ্লের উপরি ভাগে বিদ্যমান রয়েছে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি শুটার। আর ফাইন্ড এন২ -এর মতোই এই মডেলেও উন্নত ক্যামেরা পারফরম্যান্সের জন্য মারিসিলিকন এক্স (MariSilicon X) ব্যবহার করা হয়েছে। ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ স্মার্টফোনের পরিমাপ ১৬৬.২×৭৫.২×৭.৪৫ মিমি এবং ওজন ১৯১ গ্রাম।
ওপ্পো ফাইন্ড এন২, ফাইন্ড এন২ ফ্লিপ -এর দাম (Oppo Find N2, Find N2 Flip Price)
ওপ্পো তাদের এই লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন দুটির দাম ও কালার ভ্যারিয়েন্টের তথ্যাদি তাদের ওয়েবসাইটে তালিকাভুক্ত করেছে। বিশদ নিম্নরূপ :
Oppo Find N2 -
১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৭,৯৯৯ ইউয়ান (প্রায় ৯৪,৭০০ টাকা)
১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৮,৯৯৯ ইউয়ান (প্রায় ১,০৬,৫০০ টাকা)
ওপ্পো ফাইন্ড এন২ স্মার্টফোনকে একাধিক কালার ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে সামিল রয়েছে - গ্লাস ব্যাক প্যানেল সহ একটি ম্যাট হোয়াইট এবং গ্রীন মডেল। আর ব্ল্যাক কালারের আরেকটি বিকল্পও আছে, তবে এটি ভেগান লেদার মেটেরিয়াল যুক্ত রিয়ার প্যানেল অফার করবে।
Oppo Find N2 Flip -
৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭১,০০০ টাকা)
১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৬,৩৯৯ ইউয়ান (প্রায় ৭৫,৭০০ টাকা)
১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৬,৯৯৯ ইউয়ান (প্রায় ৮২,৮০০ টাকা)
ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ স্মার্টফোনকে - ব্ল্যাক, পার্পেল এবং গোল্ড কালার অপশনে নিয়ে আসা হয়েছে। আলোচ্য মডেলেটিকে খুব শীঘ্রই বিশ্ব বাজারে লঞ্চ করা হবে বলে নিশ্চিত করা হয়েছে। যদিও, ওপ্পো এখনো চীনা বাজারে উক্ত দুটি মডেলের অফিসিয়াল রিলিজের তারিখ প্রকাশ করেনি।