Oppo Find N3 ও Find N3 Flip লঞ্চের জন্য প্রস্তুত, দুর্ধর্ষ ফিচার্সের জন্য অপেক্ষায় ফ্যানেরা
ওপ্পো (Oppo) শীঘ্রই তাদের Find N3 Flip এবং Find N3 ফোল্ডেবল স্মার্টফোন দুটি প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে। প্রথমে এ বছরের চতুর্থ ত্রৈমাসিকে লঞ্চ হবে বলে দাবি করা হলেও নতুন সূত্রের ইঙ্গিত, ডিভাইসগুলি আসলে চলতি মাসের শেষেই আত্মপ্রকাশ করবে। আর এখন চীনের 3C (CCC) সার্টিফিকেশন কর্তৃপক্ষ কর্তৃক Oppo Find N3 Flip ফোনটি অনুমোদন লাভ করেছে, যেখানে Find N3 ফোল্ডেবলটি ইইসি (EEC) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। এগুলি নির্দেশ করে যে, ডিভাইসগুলি চীন এবং গ্লোবাল মার্কেটে লঞ্চের জন্য প্রস্তুত। আসুন সার্টিফিকেশন তালিকাগুলি থেকে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।
Oppo Find N3 Flip এবং Find N3 ফোল্ডেবলগুলি পেল 3C এবং EEC-এর সার্টিফিকেশন
PHT110 মডেল নম্বর সহ ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে এবং সার্টিফিকেশনটি প্রকাশ করেছে যে, ডিভাইসটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এটি ৫জি কানেক্টিভিটির সাথে আসবে বলেও জানা গেছে। তবে এই বৈশিষ্ট্যগুলি ছাড়া, ৩সি সার্টিফিকেশন অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ করেনি। অন্যদিকে, ওপ্পো ফাইন্ড এন৩-এর গ্লোবাল সংস্করণটি CPH2499 মডেল নম্বর সহ ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি (EEC)-এর সার্টিফিকেশন লাভ করেছে। তবে, এর তালিকায় মডেল নম্বর ছাড়া আর কোনও বিবরণ প্রকাশ করা হয়নি।
Oppo Find N3 এবং Find N3 Flip-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (সম্ভাব্য)
ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ সম্পর্কিত রিপোর্টগুলি থেকে জানা গেছে যে, এতে ৩.২৬ ইঞ্চির অ্যামোলেড কভার ডিসপ্লে এবং ৬.৮ ইঞ্চির প্রাইমারি ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লে থাকবে। উভয় স্ক্রিনই ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করবে বলে জানা গেছে। এটিতে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে বলেও আশা করা হচ্ছে।
এছাড়া, Oppo Find N3 Flip-এ MediaTek Dimensity 9000 Plus চিপসেটটি ব্যবহার করা হবে, যা সম্ভবত ১৬ জিবি র্যামের সাথে যুক্ত থাকবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Find N3 Flip-এ ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৩০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। Find N3 Flip ৫১২ জিবি স্টোরেজ সহ আসতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে কালারওএস ১৩.১ (ColorOS 13.1) কাস্টম স্কিনে রান করতে পারে।
অন্যদিকে, Oppo Find N3 ফোল্ডেবলটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৮ ইঞ্চির স্ক্রিন সহ আসতে পারে। এছাড়াও এর বাইরের দিকে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ছোট স্ক্রিন থাকবে, যার আকার প্রায় ৬.৫ ইঞ্চি হবে। ডিভাইসটি Snapdragon 8 Gen 2 চিপসেট দ্বারা চালিত হতে পারে, যার সাথে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত থাকবে। ক্যামেরার ক্ষেত্রে, Oppo Find N3-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Find N3-এর ব্যাটারির ক্ষমতা ৪,৮০০ এমএএইচ হতে পারে এবং এটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।