ফোল্ডিং ফোনের বাজার তোলপাড় করতে প্রস্তুত Oppo Find N3, কী স্পেশালিটি এই স্মার্টফোনে

Update: 2023-08-07 14:54 GMT

ওপ্পো সম্প্রতি তাদের নয়া ফোল্ডেবল স্মার্টফোনকে টিজ করেছে, যা Oppo Find N3 নামে বাজারে আসবে। কোম্পানি শীঘ্রই চীন এবং বিশ্বের কিছু নির্বাচিত বাজারে ডিভাইসটি লঞ্চ করবে। এদিকে, ওপ্পোর সিস্টার ব্র্যান্ড ওয়ানপ্লাস (OnePlus) তাদের তার প্রথম ফোল্ডেবল ডিভাইসটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যার নাম OnePlus Open। এটি ওপ্পোর আসন্ন Find-সিরিজের ফোল্ডেবলটির ওপর ভিত্তি করে চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকের শেষের দিকে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি 3C (CCC) সার্টিফিকেশন ওয়েবসাইটে আসন্ন Oppo Find N3 স্মার্টফোনটিকে দেখা গেছে, যা এর ফাস্ট চার্জিং ক্ষমতাটি প্রকাশ করেছে। ফোল্ডেবলটিকে থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) সার্টিফিকেশনেও দেখা গেছে, যা ইঙ্গিত দেয় যে ডিভাইসটি বিশ্ব বাজারে লঞ্চ হবে। আর এখন এক জনপ্রিয় টিপস্টার আইএমইআই (IMEI) ডেটাবেসে Oppo Find N3-কে স্পট করেছেন।

ফাঁস হল Oppo Find N3-এর স্পেসিফিকেশন

টিপস্টার মুকুল শর্মা তার একটি টুইটে জানিয়েছেন যে, ওপ্পো ফাইন্ড এন৩ আইএমইআই (IMEI) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। এই লিস্টিংটি দেখে অনুমান যায় যে লঞ্চ খুব জলদিই হবে। আইএমইআই লিস্টিং CPH2499 মডেল নম্বর প্রকাশ করেছে, যা থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর সার্টিফিকেশনের মাধ্যমে আগেই সামনে এসেছিল। এছাড়াও এনবিটিসি ফোনটির বাণিজ্যিক নামটিও নিশ্চিত করেছে। আইএমইআই ডেটাবেস এবং এনবিটিসি ডিভাইসের আর কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি তবে ডিভাইসটি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্মে PHN110 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। লিস্টিংটি প্রকাশ করেছে যে ডিভাইসটি VCB7CBCH, VCB7CACH, এবং VCBAUACH মডেল নম্বর যুক্ত যেকোনও একটি চার্জারের সাথে বাজারে আসবে।

প্রথম দুটি চার্জার ৫ভি/৩এ (১৫ ওয়াট) এবং ১১ভি/৬.১এ (৬৭ ওয়াট) পাওয়ার আউটপুটের সাথে রেট করা হয়েছে। তবে, উভয় চার্জারের সাথেই ওপ্পো ফোনটির বাজারে আসার সম্ভাবনা কম। ওপ্পো সম্ভবত ডিভাইসটিকে VCBAUACH মডেল নম্বরের ডুয়াল-পোর্ট চার্জারের সাথে বাজারে আনবে। চার্জারটি ১১ভি/৯.১এ (১০০ ওয়াট) এবং ২০ভি/৫এ (১০০ ওয়াট) রেটযুক্ত পাওয়ার আউটপুট সহ একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং টাইপ-এ পোর্টের সাথে যুক্ত থাকবে।

এছাড়াও, তালিকাটি ৫ভি/৩এ (১৫ ওয়াট), ৯ভি/৩এ (২৭ ওয়াট), ১২ভি/৩এ (৩৫ ওয়াট), ১৫ভি/৩এ (৪৫ ওয়াট) এবং ২০ভি/৩.২৫এ (৬৫ ওয়াট) রেটযুক্ত পাওয়ার আউটপুট সহ পাওয়ার ডেলিভারি এবং ইউএসবি-পিডি-এর জন্য সাপোর্ট নিশ্চিত করে। পূর্ববর্তী একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, Oppo Find N3-এ বড় ৮ ইঞ্চির ওলেড (OLED) প্রাইমারি ডিসপ্লে থাকবে, যা কিউএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আর ফোনের কভার ডিসপ্লেটির আকার হবে ৬.৫ ইঞ্চি এবং এটিও ওলেড প্যানেল হবে বলে আশা করা যায়।

উন্নত পারফরম্যান্সের জন্য, Oppo Find N3-তে Qualcomm-এর Snapdragon 8 Gen 2 ফ্ল্যাগশিপ প্রসেসর থাকবে। এই চিপসেটটি সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে যুক্ত হবে। ফোল্ডেবল স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Oppo Find N3-এর ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অবস্থান করবে। আর প্রধান ক্যামেরাটি একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং একটি ৩২ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্সের সাথে যুক্ত হবে। এই ফোনের ডিসপ্লেতে কেন্দ্রীভূত পাঞ্চ-হোলের ভিতরে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে বলে জানা গেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Find N3-এ শক্তিশালী ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হতে পারে।

Tags:    

Similar News