হার মানবে DSLR, Oppo Find X6 আসছে ৫০ + ৫০ + ৩২ মেগাপিক্সেল ক্যামেরার সাথে

Update: 2022-09-24 05:34 GMT

জনপ্রিয় টেক ব্র্যান্ড ওপ্পো (Oppo) তাদের আগামী বছরের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপের অধীনে Find X6 এবং X6 Pro হ্যান্ডসেট দুটি লঞ্চ করার পরিকল্পনা করছে। একটি সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, এই আসন্ন সিরিজটি অঘোষিত Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেটের সাথে আসবে। কোয়ালকমের এই আসন্ন প্রিমিয়াম গ্রেডের প্রসেসরটি আগামী নভেম্বর মাসে আয়োজিত স্ন্যাপড্রাগন সামিট ২০২২-এর মঞ্চে উন্মোচিত হবে বলে জানা গেছে। আর এখন এক জনপ্রিয় টিপস্টার আপকামিং Oppo Find X6 সিরিজের ক্যামেরা কনফিগারেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছেন।

ফাঁস হল Oppo Find X6-এর ক্যামেরা স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন ওয়েইবো (Weibo)-এর একটি পোস্টে ওপ্পো ফাইন্ড এক্স৬ সিরিজের ক্যামেরা কনফিগারেশনগুলি প্রকাশ করেছেন। টিপস্টারের দাবি, ফাইন্ড এক্স৬ সিরিজের রেগুলার মডেলে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমে থাকবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। আর প্রাইমারি ক্যামেরার সাথে থাকবে একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ইউনিট যুক্ত থাকবে।

এছাড়াও, টিপস্টার প্রকাশ করেছেন যে হাই-এন্ড ওপ্পো ফাইন্ড এক্স৬ প্রো-এর রিয়ার প্যানেলেও ট্রিপল ক্যামেরা ইউনিট থাকবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা অবস্থান করবে। টিপস্টার দ্বারা প্রদত্ত এই তথ্যগুলি যদি সত্য হয়, তাহলে আশা করা যায় উভয় ডিভাইসই চিত্তাকর্ষক ক্যামেরা পারফরম্যান্স সরবরাহ করবে।

অন্যদিকে, ডিজিট্যাল চ্যাট স্টেশন সম্প্রতি আসন্ন OnePlus 11 ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটের ক্যামেরার বিবরণও প্রকাশ করেছেন। হ্যান্ডসেটটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, Oppo Find X6-এ ১.৫কে (1.5K) ডিসপ্লে রেজোলিউশন এবং Find X6 Pro-এর প্যানেল ২কে (2K) রেজোলিউশন সাপোর্ট করবে বলে জানা গেছে। এছাড়াও, উভয় স্মার্টফোনই কোয়ালকমের আসন্ন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ দ্বারা চালিত হতে পারে। তবে এই সম্ভাবনাও রয়েছে যে, রেগুলার Find X6 মডেলে স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ চিপসেটটি ব্যবহার করা হবে। এই লাইনআপটি আগামী বছর (২০২৩) লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News