পিছনের অংশ যেন শুধু ক্যামেরাময়! অনন্য ডিজাইনের সঙ্গে আসছে Oppo Find X6 Pro

Update: 2023-02-07 11:42 GMT

ওপ্পো-এর পরবর্তী প্রজন্মের Find X6 সিরিজটিকে নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। বিভিন্ন সূত্র থেকে এই সিরিজে অন্তর্ভুক্ত স্ট্যান্ডার্ড Find X6 এবং X6 Pro-এর সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। আশা করা হচ্ছে চলতি মাসেই এই ফ্ল্যাগশিপ লাইনআপটির ওপর থেকে পর্দা সরানো হবে। আর এখন Oppo Find X6 Pro-এর ক্যামেরা মডিউলের লেন্স ফ্রেমের একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে৷ এই ডিজাইনটি প্রাথমিকভাবে পূর্ববর্তী প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছিল, এখন লেটেস্ট লিকটি পিছনের ট্রিপল ক্যামেরা মডিউলের ডিজাইনটি প্রদর্শন করেছে।

প্রকাশ্যে এল Oppo Find X6 Pro-এর ক্যামেরা আইল্যান্ডের ডিজাইন

ছবি অনুযায়ী, এই ডিভাইসটিতে তিনটি ইমেজ সেন্সর থাকবে, ফ্রেমের ওপরের দিকে দুটি ক্যামেরা এবং নীচে একটি সিঙ্গেল ক্যামেরা অবস্থান করবে৷ ফ্রেম লেন্সটিতে হ্যাসেলব্লাড ব্র্যান্ডিংও থাকবে, যা সুপরিচিত ক্যামেরা লেন্স নির্মাতার সাথে ওপ্পোর পার্টনারশিপের বিষয়টি নিশ্চিত করেছে। তাই আশা করা যায় যে, এই ক্যামেরা স্মার্টফোনটি এর ইমেজ আউটপুটের জন্য গভীর অপ্টিমাইজেশন অফার করবে। ব্যাক প্যানেলের প্রায় অর্ধেক অংশ জুড়ে অবস্থান করবে ক্যামেরা মডিউল।

ওপ্পো ফাইন্ড এক্স৬ প্রো-এর গ্লাস সংস্করণটি প্রায় ৯.২ মিলিমিটার পুরু হবে। এই ফোনের রিয়ার প্রাইমারি ক্যামেরাটি একটি সনি আইএমএক্স৮৯০ সেন্সর, যার রেজোলিউশন হবে ৫০ মেগাপিক্সেল এবং এটিতে ১/১.৫৬ ইঞ্চির সাইজের সনি পেরিস্কোপ লেন্সও থাকবে। জানিয়ে রাখি, ফাইন্ড এক্স৬ সিরিজের হ্যান্ডসেটগুলিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ বা স্ন্যাপড্রাগন ৮ জেন ২-এর মতো লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করা হতে পারে। ফাইন্ড এক্স৬ প্রো-এর সামনের অংশে ৬.৭৪ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ পর্যন্ত অভিযোজিত রিফ্রেশ রেট এবং ২কে (2K) রেজোলিউশন অফার করবে বলে মনে করা হচ্ছে।

আর পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Find X6 Pro ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। Find X6 সিরিজটি শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, যদিও, আনুষ্ঠানিকভাবে কোম্পানির তরফে এই লাইনআপের লঞ্চ সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

Tags:    

Similar News