Oppo Find X6 Pro এখন বিশ্বের সেরা ক্যামেরা স্মার্টফোন, পাত্তা পেল না iPhone সহ অন্য কোনো ফোন
দুর্দান্ত ক্যামেরা পারফরম্যান্সের জন্য Oppo Find X6 Pro ইতিমধ্যেই মানুষের মন জয় করে নিয়েছে। বিভিন্ন টেস্টিং সাইটেও ফোনটি সর্বোচ্চ স্কোর করেছে। তবে সবার নজর ছিল DxOMark-এর ক্যামেরা স্কোর নিয়ে। আজ ফ্যানদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই ক্যামেরা রেটিং সাইটটি Oppo Find X6 Pro এর ইমেজ স্কোর পাবলিশ করেছে। এক্ষেত্রেও সবাইকে পিছনে ফেলেছে ফোনটি।
DxOMark এর গ্লোবাল ইমেজ র্যাংকিং লিস্টে সবার উপরে উঠে এসেছে Oppo Find X6 Pro, যার স্কোর ১৫৩। ফোনটি Honor Magic 5 Pro ও Huawei Mate 50 Pro কে পিছনে ফেলেছে।
DxOMark এর বিশেষজ্ঞরা, ফটো, ভিডিও, জুম এবং বোকেহের মতো সমস্ত ফটোগ্রাফি সাব-আইটেমগুলিতে ভারসাম্যপূর্ণ এবং ব্যতিক্রমী পারফরম্যান্সের জন্য Oppo Find X6 Pro-এর প্রশংসা করেছেন। এই ফোনের ক্যামেরার সঠিক এক্সপোজার, চমৎকার টেক্সচার এবং সাউন্ড মোবাইল ফটোগ্রাফির অগ্রগতি হিসাবে প্রশংসিত হয়েছে।
এছাড়াও, DxOMark তাদের রিপোর্টে উল্লেখ করেছে যে, Oppo Find X6 Pro কম আলোতে রেকর্ড করা ভিডিওর ক্ষেত্রেও ভাল পারফর্ম করেছে এবং সমস্ত স্মার্টফোনের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করেছে। ফোনের বড় সেন্সর ক্যামেরা মডিউলটি দিন এবং রাতে দুর্দান্ত ফটোগ্রাফি পারফরম্যান্স দিয়েছে, ছবিগুলিতে সঠিক রঙ ও অবজেক্ট পাওয়া গেছে।
জানিয়ে রাখি, Oppo Find X6 Pro-এর পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল ১-ইঞ্চি সনি আইএমএক্স৯৮৮ প্রাইমারি সেন্সর, অটো ফোকাস সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ পেরিস্কোপ সেন্সর।