বেঞ্চমার্ক কাঁপাচ্ছে Oppo Find X7, লঞ্চের আগেই পারফরম্যান্সে পেল 2 মিলিয়ন পয়েন্ট
Vivo X100 এবং X100 Pro খুব সম্প্রতি MediaTek Dimensity 9300 প্রসেসর চালিত বিশ্বের প্রথম ফোন হিসাবে লঞ্চ করেছে। অন্যদিকে, আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে লঞ্চ হতে চলা ফ্ল্যাগশিপ Oppo Find X7 হ্যান্ডসেটেও Dimensity 9300 ব্যবহার হবে বলে আশা করা হচ্ছে। এখন PHZ110 মডেল নম্বর বহনকারী Oppo Find X7 আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে হাজির হয়ে নিজের পারফরম্যান্স সম্পর্কে চোখধাঁধানো তথ্য সামনে এনেছে।
Oppo Find X7 হাজির AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে
ওপ্পো ফাইন্ড এক্স৭ আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক ডেটাবেসের সিপিইউ পরীক্ষায় ৫,২১,৬৯০ পয়েন্ট, জিপিইউ টেস্টে ৯,১১,৬৮৩ পয়েন্ট, মেমরি পরীক্ষায় ৪,৭১,৩৪০ পয়েন্ট এবং ইউএক্স টেস্টে ৩,৬৫,৯৬৪ পয়েন্ট পেয়েছে। সামগ্রিকভাবে এই ওপ্পো ফোনটি ২২,৭০,৬৭৭ পয়েন্টের সাথে দুর্দান্ত পারফরম্যান্স স্কোর অর্জন করতে সক্ষম হয়েছে।
একইসাথে, আনটুটু লিস্টিং থেকে জানা গেছে যে ওপ্পো ফাইন্ড এক্স৭-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ চিপসেট, সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫টি র্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ মিলবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে, যার ওপর কালারওএস ১৪ (ColorOS 14) কাস্টম স্কিনের একটি স্তর থাকবে।
জানিয়ে রাখি, PHZ110 মডেল নম্বর সহ Oppo Find X7 এর আগে Dimensity 9300 চিপ, ১৬ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১৪-এর সাথে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে। ফোনটি বেঞ্চমার্ক ডেটাবেসের সিঙ্গেল-কোর টেস্টে ২,১৩৯ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৭,১১০ পয়েন্ট অর্জন করেছে।
এছাড়া, ওপ্পো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে Find X7 সিরিজ ব্র্যান্ড-নিউ হাইপারটোন (Hypertone) ক্যামেরা অপ্টিমাইজেশন এবং স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট করবে। স্ট্যান্ডার্ড মডেলের পাশাপশি লঞ্চ হতে চলা উচ্চতর Oppo Find X7 Pro মডেলটি Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত হবে বলেও জানা গেছে। এছাড়া, প্রো মডেলটিতে সনির নতুন ১ ইঞ্চির এলওয়াইটি-৯০০ (LYT-900) ক্যামেরা সেন্সর ব্যবহৃত হবে।
উল্লেখ্য, ওপ্পো আগামী ২৩ নভেম্বর Oppo Reno 11, Reno 11 Pro স্মার্টফোনগুলির পাশাপাশি Oppo Pad Air 2 ট্যাবলেটটি করার প্রস্তুতি নিচ্ছে। Reno 11-এ MediaTek Dimensity 8200 চিপ থাকবে, যেখানে প্রো মডেলটি Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাথে আসবে। অন্যদিকে, Oppo Pad Air 2 বিশ্ব বাজারে উপলব্ধ OnePlus Pad Go ট্যাবলেটের রিব্র্যান্ডেড সংস্করণ হবে বলে শোনা যাচ্ছে।