ধামাকা দিয়ে শুরু নতুন বছর, তুখোড় ক্যামেরা সহ নতুন ফোন আনছে Oppo, Vivo, Xiaomi
২০২৪ সালের শুরুটা স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য যথেষ্ট উত্তেজনাপূর্ণ হতে চলেছে। বছর ঘুরতেই ওপ্পো (Oppo) ভিভো (Vivo) এবং শাওমি (Xiaomi) তাদের ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনার পরিকল্পনা করছে। Oppo Find X7 সিরিজ, Vivo X100 Pro+, ও Xiaomi 14 Ultra 'আল্টিমেট ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স' প্রদানের প্রতিশ্রুতি দিয়ে আগামী বছরের প্রথম ত্রৈমাসিকেই লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। উত্তেজনা বাড়িয়ে এখন ফোনগুলির ক্যামেরার বিশেষত্ব ফাঁস হয়ে গিয়েছে।
Oppo Find X7 Pro, Vivo X100 Pro+ এবং Xiaomi 14 Ultra-এর প্রাইমারি ক্যামেরার ডিটেলস
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশনের দাবি, ওপ্পো, ভিভো এবং শাওমি-এর তিন প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন, ফাইন্ড এক্স৭ প্রো, ভিভো এক্স১০০ প্রো প্লাস এবং শাওমি ১৪ আল্ট্রা সনির লাইটিয়া এলওয়াইটি-৯০০ (Lytia LYT-900) ক্যামেরা সেন্সর সহ আসবে। এটি হবে হ্যান্ডসেটগুলির প্রাথমিক লেন্স, যার আকার ১-ইঞ্চি এবং এতে ডিসিজি (DCG) প্রযুক্তি থাকবে।
জানিয়ে রাখি, ডুয়েল কনভার্সন গেইন (DCG) হল একটি ফটোগ্রাফি প্রযুক্তি, যা ফটো তোলার জন্য দুটি সেটিংস প্রযুক্ত করে - একটি উজ্জ্বল দৃশ্যের জন্য এবং অন্যটি লো-লাইট বা অন্ধকার অবস্থার জন্য। এই পদ্ধতিটি ছবির নয়েজ কমায়, আরও ডিটেইলস ক্যাপচার করে এবং কম আলোয় ভাল ফটো তুলতে করতে পারে। অন্যদিকে, লাইটিয়া এলওয়াইটি-৯০০ ক্যামেরা সেন্সরটিকে বিদ্যমান সনি আইএমএক্স৯৮৯ লেন্সের একটি অপ্টিমাইজড ভার্সন বলা হচ্ছে, যা শাওমি ১২এস আল্ট্রা, শাওমি ১৩ প্রো, ১৩ আল্ট্রা, ভিভো এক্স৯০ প্রো, এক্স৯০ প্রো প্লাস, ওপ্পো ফাইন্ড এক্স৬ প্রো, হুয়াওয়ে মেট ৬০ প্রো এবং শার্প অ্যাকুওস আর৮ প্রো-এর মতো ফোনে উপলব্ধ।
উল্লেখ্য, Oppo Find X7 Pro, Vivo X100 Pro+ এবং Xiaomi 14 Ultra সব কটি হ্যান্ডসেটই Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট সহ আসবে বলে শোনা যাচ্ছে। এছাড়াও, ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, Oppo Find X7 Pro মডেলটি Find X7 Pro Plus-এর আগে আত্মপ্রকাশ করবে। তাই, X7 Pro-এর সবার প্রথমে বাজারে আসার সম্ভাবনা আছে, তারপর Vivo X100 Pro+ এবং Xiaomi 14 Ultra লঞ্চ হবে।