Oppo Reno 10 Pro+: 100W চার্জিং সাপোর্ট করবে ওপ্পোর নতুন ফোন, ক্যামেরায় বড় চমক
ওপ্পো (Oppo), আইকো (iQOO), ভিভো (Vivo) এবং অনর (Honor)-এর মতো ব্র্যান্ডগুলি আগামী মাসে (মে) চীনে একাধিক নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে৷ এই ব্র্যান্ডগুলি Oppo Reno 10 সিরিজ, iQOO Neo 8 সিরিজ, Vivo S17 সিরিজ এবং Honor 90 সিরিজের ঘোষণা বলে আশা করা হচ্ছে। লঞ্চের আগে, Honor 90 সিরিজ সম্প্রতি এমআইআইটি (MIIT) সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। আর এখন Reno 10 Pro+ মডেলটি চীনের একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন লাভ করেছে।
Oppo Reno 10 Pro+ পেল গুরূত্বপূর্ণ চীনা সার্টিফিকেশন
টেকগোইং এর রিপোর্টে অনুয়ায়ী, PHU110 মডেল নম্বর সহ ওপ্পো রেনো ১০ প্রো প্লাস চীনে অনুমোদিত হয়েছে। সার্টিফিকেশন তালিকাটি প্রকাশ করেছে যে, এটি ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট করে এমন একটি চার্জারের সাথে বাজারে আসতে পারে। যদিও, লিস্টিং থেকে ডিভাইসটির সম্পর্কে অন্য কোনও তথ্য জানা যায়নি। তবে, ইতিমধ্যেই বিভিন্ন সূত্রের মাধ্যমে রেনো ১০ প্রো প্লাস-এর বেশ কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।
OPPO Reno 10 Pro+ এর সম্ভাব্য স্পেসিফিকেশন
পূর্ববর্তী রিপোর্ট অনুসারে, ওপ্পো রেনো ১০ প্রো প্লাস ৬.৭৪ ইঞ্চির কার্ভড এজ ওলেড (OLED) প্যানেলের সাথে আসবে। এটি ১.৫কে (1.5K) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। স্মার্টফোনটিতে প্লাস্টিকের মিড ফ্রেম থাকবে এবং এতে স্লিম ও হালকা ফর্ম ফ্যাক্টর দেখা যাবে। ডিভাইসটি সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেটের লো-ফ্রিকোয়েন্সি ভার্সন দ্বারা চালিত হবে। রেনো ১০ প্রো প্লাস-এ ১৬ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ জিবি / ৫১২ জিবি ইউএফএস ৩.১ স্টোরজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.১ (ColorOS 13.1) ইউজার ইন্টারফেসে চলবে।
ফটোগ্রাফির জন্য, Oppo Reno 10 Pro+ এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৬৪ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৬৪বি টেলিফটো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৯ সেলফি ক্যামেরা অবস্থান করবে। উন্নততর ফটোগ্রাফির অভিজ্ঞতার জন্য, Reno 10 Pro+ এ ওপ্পোর মারিসিলিকন এক্স এনপিইউ ব্যবহার করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটি ১০০ ওয়াট চার্জিং সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি অফার করবে আশা করা হচ্ছে। তবে Reno 10 Pro+এ ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা কম।