Oppo Reno 10 Pro+: ওপ্পোর ফোন বলে মনেই হবে না, ফিচার্সের পাশাপাশি ডিজাইনেও চমকে দেবে রেনো ১০ প্রো+
ওপ্পো (Oppo) বর্তমানে তাদের জনপ্রিয় প্রিমিয়াম মিড-রেঞ্জ Reno সিরিজের পরবর্তী প্রজন্মের স্মার্টফোনগুলি বাজারে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আসন্ন Oppo Reno 10 লাইনআপের সবচেয়ে অত্যাধুনিক মডেল হিসেবে Reno 10 Pro+ শীঘ্রই চীনের মার্কেটে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে। লঞ্চের আগেই রেন্ডারের মাধ্যমে এখন স্মার্টফোনটির ডিজাইন প্রকাশ্যে এসেছে। আসুন তাহলে আপকামিং Reno 10 Pro+ সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এল, দেখে নেওয়া যাক।
ফাঁস হল Oppo Reno 10 Pro+ ডিজাইন রেন্ডার
এক চীনা টিপস্টার সোশ্যাল মিডিয়ায় নতুন ওপ্পো রেনো ১০ প্রো প্লাস-এর একটি রেন্ডার শেয়ার করেছেন। রেন্ডারটি গতবছর ডিসেম্বর মাসে ফাঁস হওয়া স্কিম্যাটিকগুলির সাথে মেলে। ব্র্যান্ডটি দৃশ্যত তাদের পরবর্তী রেনো সিরিজের ফোনে বড়সড় ডিজাইনের পরিবর্তন আনতে চলেছে।
রেন্ডার অনুযায়ী, নয়া ফোনটির ব্যাক প্যানেলে পিল-আকৃতির ক্যামেরা মডিউল দেখা যাবে, যার মধ্যে মোট তিনটি ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ অবস্থান করবে। এছাড়াও, ওপ্পো রেনো ১০ প্রো প্লাস-এর রিয়ার প্যানেলটি কার্ভড এবং মসৃণ হবে। রেন্ডারটি একটি গ্লসি ব্ল্যাক কালার স্কিমের সাথে ফোনটিকে প্রদর্শন করেছে।
রেনো ১০ প্রো প্লাস-এর ডিসপ্লেটি কার্ভড হবে এবং এর চারধারে আল্ট্রা স্লিম বেজেল দেখতে পাওয়া যাবে। আর সেলফি ক্যামেরার জন্য স্ক্রিনটির ওপরে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করবে। স্মার্টফোনটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করততে পারে৷ আবার কিছু রিপোর্টের মাধ্যমে রেনো ১০ প্রো প্লাস-এর অন্যান্য স্পেসিফিকেশনগুলিও প্রকাশ্যে এসেছে।
Oppo Reno 10 Pro+ -এর সম্ভাব্য স্পেসিফিকেশন
Oppo Reno 10 Pro+ প্লাস্টিকের মিড ফ্রেমের সাথে মসৃণ ডিজাইন অফার করবে বলে আশা করা হচ্ছে। এতে ১.৫কে (1.5K) রেজোলিউশন সহ ৬.৭৪ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকতে পারে, যার প্রান্তগুলি কার্ভড হবে। নিরাপত্তার জন্য ওপ্পো ফোনটিতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত থাকতে পারে। ডিভাইসটি সম্ভবত স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেটের একটি লো-ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েন্ট দ্বারা চালিত হবে, যা ১৬ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ জিবি/৫১২ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত থাকবে।
ফটোগ্রাফির জন্য, Reno 10 Pro+ এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স সমন্বিত রিয়ার ক্যামেরা সিস্টেম থাকতে পারে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যেতে পারে।
ফটোগ্রাফি পারফরম্যান্স উন্নত করতে, 10 Pro+ এ কোম্পানির নিজস্ব মারিসিলিকন এক্স এনপিইউ অন্তর্ভুক্ত থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Reno 10 Pro+ মডেলটি ৪,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস (ColorOS)-এর লেটেস্ট সংস্করণে রান করতে পারে।