Oppo Reno 10 সিরিজের প্রতিটি ফোন দেশে আসছে, দুর্ধর্ষ ক্যামেরা ও সুপারফাস্ট চার্জিংয়ে বাজার মাত করবে

Update: 2023-05-18 06:25 GMT

Oppo Reno সিরিজ উৎকৃষ্ট মানের স্পেসিফিকেশন ও স্টাইলিশ ডিজাইনের জন্য সারা বিশ্বে ক্রেতাদের মধ্যে বেশ জনপ্রিয়। গত বছরের শেষের দিকে কোম্পানিটি তাদের Reno 9 লাইনআপের হ্যান্ডসেটগুলি উন্মোচন করেছিল, কিন্তু এগুলি শুধুমাত্র চীনের বাজারের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, আন্তর্জাতিক বাজারে পা রাখেনি পূর্ববর্তী প্রজন্মের হ্যান্ডসেটগুলির মতো। বর্তমানে ওপ্পো তাদের লাইফস্টাইল স্মার্টফোনগুলির লেটেস্ট লাইনআপটি চালু করার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই জানা গেছে যে, আসন্ন Reno 10 সিরিজটি আনুষ্ঠানিকভাবে চীনা বাজারে আগামী ২৪ মে মুক্তি পাবে। এই লাইনআপে Reno 10, Reno 10 Pro, এবং Reno 10 Pro+ অন্তর্ভুক্ত থাকবে। আর এখন এক টিপস্টার জানিয়েছেন যে, নতুন ফোনগুলি ভারতেও শীঘ্রই আসবে। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে আসছে নতুন Oppo Reno 10 সিরিজ

টিপস্টার মুকুল শর্মা দাবি করেছেন যে, ওপ্পো রেনো ১০ সিরিজটি চীনের পাশাপাশি ভারতের বাজারেও বিক্রি হবে। রেনো ১০, রেনো ১০ প্রো এবং রেনো ১০ প্রো প্লাস - এই তিনটি ফোনই জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে এদেশে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে, টিপস্টার উল্লেখ করেছেন যে স্মার্টফোনগুলির কিছু নির্দিষ্ট কালার অপশন ভারতে উপলব্ধ নাও হতে পারে। জানা গেছে, রেনো ১০ এবং ১০ প্রো মডেলগুলিকে ব্রিলিয়ান্ট গোল্ড, কালারফুল ব্লু এবং মুন সি ব্ল্যাক সহ বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে চীনে অফার করা হবে।

এছাড়া পূর্ববর্তী রিপোর্ট অনুসারে, স্ট্যান্ডার্ড ওপ্পো রেনো ১০-এ ৬.৭৪ ইঞ্চির ওলেড (OLED) কার্ভড-এজ স্ক্রিন থাকবে, যা ২,৪১২ x ১,০৮০ পিক্সেলের ফুলএইচডি+ স্ক্রিন রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আর প্রো মডেলগুলিতে ১,১২০ x ২,৭১২ পিক্সেলের রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ সামান্য ছোট ৬.৭৩ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, স্ট্যান্ডার্ড Oppo Reno 10 মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দ্বারা চালিত হবে, যা ১২ জিবি র‍্যামের সাথে যুক্ত থাকবে। এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে বলে জানা গেছে। ফটোগ্রাফির জন্য, ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৬৪বি প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২x জুম সহ একটি ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৯ টেলিফটো সেন্সর উপস্থিত থাকবে৷

অন্যদিকে, Reno 10 Pro মডেলে ১২ জিবি/১৬ জিবি র‍্যাম সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপসেটটি ব্যবহার করা হতে পারে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, এতেও ৪,৬০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

Tags:    

Similar News