নজরকাড়া ডিজাইন ও দুর্ধর্ষ ক্যামেরার Oppo Reno 10 সিরিজ লঞ্চের তারিখ ঘোষণা হল
গত মে মাসে হোম মার্কেট চীনে Reno 10 সিরিজের স্মার্টফোনগুলি উন্মোচন করার পর, ওপ্পো (Oppo) সম্প্রতি ভারতে তাদের এই আসন্ন সিরিজটি লঞ্চ করার বিষয়ে নিশ্চিত করেছে। আর এখন, ব্র্যান্ডের মালয়েশীয় শাখা সেদেশের গ্রাহকদের জন্য Oppo Reno 10 সিরিজের লঞ্চের তারিখটি ঘোষণা করেছে। আগামী সপ্তাহেই মালয়েশিয়ায় এই লাইনআপের ডিভাইসগুলির ওপর থেকে পর্দা সরানো হবে। আবার স্মার্টফোনের পাশাপাশি, ব্র্যান্ড Oppo Enco Air 3 Pro ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারফোনের আগমনকেও টিজ করেছে। এমনকি, ওপ্পোর মালয়েশিয়ান ওয়েবসাইটে Reno 10 সিরিজের একটি মাইক্রোসাইটও লাইভ হয়েছে, যা ডিভাইসগুলির মূল স্পেসিফিকেশন প্রকাশ করে। আসুন তাহলে আপকামিং Reno সিরিজের মডেলগুলির লঞ্চের তারিখ ও বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
আগামী সপ্তাহেই Oppo Reno 10 সিরিজটি আসছে মালয়েশিয়ার মার্কেটে
ওপ্পো নিশ্চিত করেছে যে, লেটেস্ট রেনো ১০ সিরিজের ফোনগুলি আগামী ৬ জুলাই সকাল ১১ টায় (স্থানীয় সময়) মালয়েশিয়ায় আত্মপ্রকাশ করবে। ওপ্পোর মালয়েশিয়ান ইউটিউব হ্যান্ডেলে রেনো সিরিজের লঞ্চ ইভেন্টটি লাইভ স্ট্রিম করা হবে। এই লাইনআপের অধীনে স্ট্যান্ডার্ড রেনো ১০, রেনো ১০ প্রো এবং রেনো ১০ প্রো প্লাস মডেলগুলি লঞ্চ হবে বলেও জানানো হয়েছে। তিনটি ফোনেরই ডিজাইন এগুলির চীনা সংস্করণের মতো হবে। অর্থাৎ, মডেলগুলিতে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট সহ কার্ভড ডিসপ্লে থাকবে। আর ফোনগুলির পিছনের প্যানেলে পিল-আকৃতির ক্যামেরা মডিউল দেখা যাবে।
আবার, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত মাইক্রোসাইটটি প্রকাশ করেছে যে, টপ-এন্ড Oppo Reno 10 Pro+ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত হবে। ফোনটি ১০০ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং মারিসিলিকন এক্স (MariSilicon X) ইমেজিং চিপ সহ ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো পোর্ট্রেট ক্যামেরা উপস্থিত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে, Reno 10 Pro এবং Reno 10 একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো পোর্ট্রেট ক্যামেরার সাথে আসবে বলে জানানো হয়েছে। এগুলি যথাক্রমে ৮০ ওয়াট এবং ৬৭ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, Oppo Reno 10 লাইনআপের ক্যামেরা সিস্টেমে একটি প্রো-পোর্ট্রেট (Pro-Portrait) মোড থাকবে। Pro এবং Pro+ ভ্যারিয়েন্টগুলি পার্পল কালারে পাওয়া যাবে, যেখানে স্ট্যান্ডার্ড মডেলটি ব্ল্যাক এবং ব্লু কালার অপশনে উপলব্ধ হবে।