Oppo Reno 11 সিরিজে থাকবে পাওয়ারফুল Dimensity 8200 প্রসেসর, বড় ঘোষণা ওপ্পোর
আগামী ২৩ নভেম্বর চীনে একটি মেগা লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে ওপ্পো (Oppo), যার সবচেয়ে বড় আকষর্ণ Oppo Reno 11 সিরিজের স্মার্টফোন। এটি স্ট্যান্ডার্ড Oppo Reno 11 ও Reno 11 Pro মডেলে আসবে বলে আগেই নিশ্চিত করা হয়েছে। ফোন দু'টির যেসব স্পেসিফিকেশন সামনে এসেছে, তা সমীহ করার মতো। একটি নতুন টিজার প্রকাশের মাধ্যমে এবার Oppo Reno 11 সিরিজে থাকা প্রসেসরের নাম ঘোষণা করা হয়েছে।
Oppo Reno 11 সিরিজে Dimensity 8200 প্রসেসর
কোম্পানি দ্বারা শেয়ার করা নতুন টিজার অনুযায়ী, স্ট্যান্ডার্ড ওপ্পো রেনো ১১ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর সহ আসবে। চিপসেটটি গত ডিসেম্বর মাসে লঞ্চ হয়েছিল। এছাড়াও, জানানো হয়েছে, রেনো ১১ সিরিজ সদ্য ঘোষিত কালারওএস ১৪ (ColorOS 14) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করা প্রথম স্মার্টফোন হিসেবে বাজারে আসবে৷
ওপ্পো রেনো ১১ সিরিজের আরেক টিজার ভিডিও থেকে জানা গেছে যে, স্ট্যান্ডার্ড রেনো ১১ এবং রেনো ১১ প্রো - উভয় মডেলেই সেন্টার্ড পাঞ্চ-হোল কাটআউট সহ কার্ভড ডিসপ্লে থাকবে। উল্লেখ্য, নতুন রেনো ফোনে স্লিম প্রোফাইল এবং পিল-আকৃতির ক্যামেরা মডিউল সহ পূর্বসূরিদের মতো একইরকম ডিজাইন দেখা যাবে। ৪৭ মিলিমিটার ফোকাল লেন্থ সহ ৩২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স যুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ওপ্পোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, Oppo Reno 11 সিরিজের হ্যান্ডসেটে ক্যাপচার করা পোর্ট্রেট ছবি কোম্পানির ফ্ল্যাগশিপ Find X সিরিজের সাথে তুলনীয় হবে, যা একইরকম ইমেজিং অ্যালগরিদম ব্যবহারের জন্য সম্ভব হবে৷ Oppo Reno 11 সিরিজের ফোনগুলি ফ্লোরাইট ব্লু, মুনস্টোন, ফিরোজা এবং ওবসিডিয়ান ব্ল্যাক -এর মতো কালার অপশনে বাজারে আসবে। লঞ্চের আগেই স্মার্টফোনগুলির ১ লক্ষেরও বেশি রিজার্ভেশন প্রবল জনপ্রিয়তা নির্দেশ করে৷