ছবি উঠবে DSLR-এর মতো, Oppo Reno 11 সিরিজে থাকতে চলেছে চোখধাঁধানো ক্যামেরা

Update: 2023-11-17 10:52 GMT

ওপ্পো (Oppo) তাদের Reno সিরিজের পরবর্তী স্মার্টফোন শীঘ্রই লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই ডিভাইসগুলিতে অন্যান্য আপগ্রেডের পাশাপাশি ক্যামেরা বিভাগে বিশেষ উন্নতি দেখা যাবে। কেননা ওপ্পোর তরফে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে যে আসন্ন Oppo Reno 11 সিরিজে তাদের প্রিমিয়াম গ্রেডের স্মার্টফোন লাইনআপ, Oppo Find-এর অনুরূপ ফ্ল্যাগশিপ ইমেজিং অ্যালগরিদম থাকবে। এই ইমেজিং অ্যালগরিদম ফ্ল্যাগশিপ ফোনের সমতুল্য অসামান্য পোর্ট্রেট শুটিং এক্সপেরিয়েন্স তৈরি করতে নতুন গোল্ডেন পোর্ট্রেট ট্রায়াঙ্গেল ব্যবহার করে৷

Oppo Reno 11 সিরিজে পাওয়া যাবে অসাধারণ ফটোগ্রাফির অভিজ্ঞতা

নতুন ফ্ল্যাগশিপ ইমেজিং অ্যালগরিদমের মাধ্যমে ওপ্পো রেনো ১১ সিরিজের গ্রাহকরা ফ্ল্যাগশিপ লেভেল পোর্ট্রেট ক্যাপচার করতে পারবেন। এছাড়াও, এটি আল্ট্রা-লাইট এবং শ্যাডো ইমেজ ইঞ্জিন এবং আল্ট্রা-ক্লিয়ার ইমেজ কোয়ালিটি ইঞ্জিনের মতো অত্যাধুনিক ইমেজিং প্রযুক্তির সাহায্যে ছবির ফ্রেমের মধ্যে থাকা মানুষ এবং বস্তুর আলো, ছায়া এবং রঙ গণনা করতে সৃজনশীল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করবে। ওপ্পো রেনো ১১ সিরিজ প্রাকৃতিক আলো এবং ছায়া, প্রাণবন্ত আবেদন এবং পোর্ট্রেটে এসএলআর (SLR) টেক্সচারের সমন্বয় করে ফ্ল্যাগশিপ-লেভেল পোর্ট্রেট পারফরম্যান্স অর্জন করবে।

Oppo Reno 11 সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Oppo Reno 11-এ ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট সহ কার্ভড এজের ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। সম্ভবত MediaTek Dimensity 8200 প্রসেসর ডিভাইসটিকে ক্ষমতা জোগাবে। স্ট্যান্ডার্ড Reno 11 ফোনটি ৬৭ ওয়াট সুপারভুক (SUPERVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। এতে ৫০ মেগাপিক্সেলের IMX890 প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের ২X টেলিফটো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করবে।

অন্যদিকে, Reno 11 Pro-তেও কার্ভড এজের ওলেড ডিসপ্লে থাকলেও, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং রেজোলিউশন ১.৫কে হবে। ফোনটি Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেটে চলবে বলে নিশ্চিত করা হয়েছে। ফ্ল্যাগশিপটির ক্যামেরা সেটআপের মধ্যে Sony LYT600 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের ৪৭ মিমি পোর্ট্রেট লেন্স উপস্থিত থাকবে। পাওয়ায় ব্যাকআপের ক্ষেত্রে, Oppo Reno 11 Pro-তে ৮০ ওয়াট সুপারভুক চার্জিং সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।

এছাড়া, Oppo Reno 11 সিরিজের উভয় ডিভাইসই আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে কালারওএস ১৪ (ColorOS 14) কাস্টম স্কিনে রান করবে। এছাড়া, দুই হ্যান্ডসেটই একটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, ডুয়েল স্টেরিও স্পিকার এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) সাপোর্ট অফার করবে।

Tags:    

Similar News