দুর্দান্ত ক্যামেরার সাথে পাওয়ারফুল প্রসেসর, Oppo Reno 9 Pro+ নজরকাড়া ফিচারের সাথে আসছে
ওপ্পো চলতি মাসের শেষের দিকেই চীনে আপকামিং Oppo Reno 9 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করবে বলে সম্প্রতি জানা গেছে। জল্পনা চলছে যে, স্ট্যান্ডার্ড Oppo Reno 9 ফোনটি Qualcomm Snapdragon 778G+ প্রসেসরের সাথে আসতে পারে, আর Reno 9 Pro মডেলটি সম্ভবত MediaTek Dimensity 8200 চিপ দ্বারা চালিত হবে। আর এখন এক জনপ্রিয় চীনা টিপস্টার সম্ভবত আসন্ন সিরিজের টপ-এন্ড মডেল, Reno 9 Pro+-এর প্রধান স্পেসিফিকেশনগুলি অনলাইনে ফাঁস করেছেন। জানা যাচ্ছে, এই আপকামিং ফোনটিতে Qualcomm-এর লেটেস্ট Snapdragon 8 Plus Gen 1 ফ্ল্যাগশিপ মোবাইল প্ল্যাটফর্মটি ব্যবহার করা হবে। চলুন টিপস্টার দ্বারা শেয়ার করা ওপ্পোর এই নয়া স্মার্টফোনটির অন্যান্য স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
প্রকাশ্যে এল Reno 9 Pro+-এর মূল বিবরণ
টেকগোইং-এর নতুন রিপোর্ট অনুযায়ী, সুপরিচিত টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন একটি নতুন প্রিমিয়াম রেঞ্জের ওপ্পো হ্যান্ডসেটের মূল স্পেসিফিকেশনগুলি শেয়ার করেছেন এবং এই অঘোষিত ফোনটি ওপ্পো রেনো ৯ প্রো প্লাস বলেই মনে করা হচ্ছে। তবে, যেহেতু টিপস্টার ডিভাইসটির নাম প্রকাশ করেননি, তাই তিনি রেনো ৯ প্রো প্লাস-এর সম্পর্কেই জানিয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু শুধুমাত্র টেকগোইং নয়, আরও কিছু চীনা মিডিয়াও অনুমান করছে যে, ডিজিট্যাল চ্যাট স্টেশন ৯ প্রো প্লাস-এর স্পেসিফিকেশনগুলিই শেয়ার করেছেন।
ওপ্পো রেনো ৯ প্রো প্লাস-এর সম্ভাব্য স্পেসিফিকেশন Oppo Reno 9 Pro+ Expected Specifications
লিক অনুযায়ী, ওপ্পো রেনো ৯ প্রো প্লাস-এ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) প্যানেল থাকবে, যা একটি পাঞ্চ-হোল, কার্ভড এজ, সরু বেজেল এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। এছাড়াও, স্ক্রিনটি ২,৪০০ x ১,০৮০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গেছে।
ফটোগ্রাফির জন্য, Oppo Reno 9 Pro+-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অবস্থান করবে। টিপস্টার যোগ করেছেন যে, রিয়ার স্ন্যাপারটি একটি ১.৫৬ ইঞ্চির সনি আইএমএক্স৮৯০-সিরিজের ক্যামেরা সেন্সর অফার করবে। এই ডিভাইসে উপলব্ধ এনপিইউ (NPU) ইউনিটটি সম্ভবত লো-লাইটে উৎকৃষ্ট মানের ফটো ক্যাপচার করতে সাহায্য করবে। আর সেলফির জন্য ফোনটির সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Reno 9 Pro+ ৪,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, এই নতুন ওপ্পো ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি আইআর ব্লাস্টার (সাধারণত এটি ওপ্পো ফোনে দেখা যায় না) এবং একটি ধাতব মিডল-ফ্রেম।
উল্লেখ্য, ওপ্পো আরও কয়েকটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত স্মার্টফোনের ওপর কাজ করছে। চিপটি আগামী মাসে (ডিসেম্বর) Find N2 ফোল্ডেবল ফোন এবং Find N ফ্লিপ ফোনে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, Oppo Find X6-এ একই চিপ থাকতে পারে, যা আগামী মাসের প্রথম ত্রৈমাসিকে উন্মোচিত হবে।