সনি সেন্সর সহ Oppo Reno 9, Reno 9 Pro ফোনে থাকবে দুর্দান্ত ক্যামেরা, লঞ্চের আগে ফাঁস ফিচার
গত কয়েক সপ্তাহ ধরে ওপ্পোর পরবর্তী প্রজন্মের Oppo Reno 9 সিরিজ সম্পর্কে বিভিন্ন লিক এবং রিপোর্ট প্রকাশ্যে আসতে শুরু করেছে, যা এই লাইনআপের স্মার্টফোনগুলির সম্পর্কে একাধিক বিবরণ প্রকাশ করেছে। আর এখন এক জনপ্রিয় চীনা টিপস্টার দাবি করেছেন যে, আপকামিং Oppo Reno 9 ডিভাইসগুলি MediaTek Dimensity 8 সিরিজের চিপসেট দ্বারা চালিত হবে। এছাড়াও, আসন্ন হ্যান্ডসেটগুলি নতুন ইউনিভার্সাল ফাস্ট চার্জিং স্ট্যান্ডার্ড (UFCS) গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে, যা ৪০ ওয়াটের ফাস্ট চার্জিং গতি প্রদান করে। আবার অনুমান করা হচ্ছে যে, Reno 9 Pro+ মডেলটি MediaTek Dimensity 8000 প্রসেসর দ্বারা চালিত হতে পারে। আসুন এসম্পর্কে সবিস্তারিত জেনে নেওয়া যাক।
ফাঁস হল Oppo Reno 9 সিরিজের স্পেসিফিকেশন
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন তার সাম্প্রতিক ওয়েইবো (Weibo) পোস্টে দাবি করেছেন যে, ওপ্পো রেনো ৯ সিরিজের ফোনগুলিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮ লাইনআপের প্রসেসর ব্যবহার করা হবে। নতুন ওপ্পো সিরিজটি কমপক্ষে দুটি আলাদা সংস্করণে পাওয়া যাবে, এগুলি হল ওপ্পো রেনো ৯ এবং ওপ্পো রেনো ৯ প্রো। যদিও ওপ্পো রেনো ৯ প্রো প্লাস বা ওপ্পো রেনো ৯ এসই সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করা হয়নি, তবে এগুলি স্ট্যান্ডার্ড ও প্রো মডেলের সাথেই সিরিজে অন্তর্ভুক্ত থাকতে পারে।
ওয়েইবো (Weibo) পোস্ট অনুসারে, ওপ্পো রেনো ৯ কোয়ালকমের SM7325 প্রসেসর দ্বারা চালিত হবে, যা স্ন্যাপড্রাগন ৭৭৮জি নামেও পরিচিত। টিপস্টার জানিয়েছেন যে, এই হ্যান্ডসেটে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর অবস্থান করবে। তবে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০০ চিপসেট দ্বারা চালিত ওপ্পো রেনো ৯ প্রো প্লাস মডেলের প্রাইমারি ক্যামেরার হিসেবে একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ সেন্সর উপস্থিত থাকবে।
চিপসেট ছাড়াও, টিপস্টার Oppo Reno 9 সিরিজের ব্যাটারি এবং দ্রুত চার্জিং ক্ষমতা প্রকাশ করেছেন। নতুন সিরিজটি ৪,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সহ আসবে এবং ইউনিভার্সাল ফাস্ট চার্জিং স্ট্যান্ডার্ড (UFCS)-এর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। জানিয়ে রাখি, ইউনিভার্সাল ফাস্ট চার্জিং স্ট্যান্ডার্ড (UFCS) হল চার্জ করার একটি নতুন মাধ্যম, যা বিভিন্ন ব্র্যান্ডের অনেক ডিভাইস এবং অ্যাক্সেসরিগুলির সাথে কম্প্যাটিবল হবে৷ এছাড়াও, Reno 9 Pro Plus-এর ব্যাটারির ক্ষমতা ৫,০০০ এমএএইচ হবে বলে আশা করা হচ্ছে এবং এর সাথে একটি ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার প্রদান করা হতে পারে। তবে, এই দাবির স্বপক্ষে কোনও সুনির্দিষ্ট প্রমাণ নেই।
উল্লেখ্য, সম্প্রতি Oppo Reno 9-এর রিটেইল বক্সের একটি ছবিও টুইটারে ফাঁস হয়েছে, যা নির্দেশ দেয় যে ফোনটি শীঘ্রই চীনে পাওয়া যাবে। আশা করা হচ্ছে যে, এবছর নভেম্বর মাসে হোম মার্কেটে Reno 9 সিরিজটি লঞ্চ হবে।