Oppo Reno 9 সিরিজে থাকবে দুর্ধর্ষ ক্যামেরা, লঞ্চের পূর্বে নিশ্চিত করল সংস্থা

Update: 2022-11-22 05:17 GMT

ওপ্পো (Oppo) তাদের আসন্ন Reno 9 সিরিজে অন্তর্ভুক্ত ডিভাইসগুলি আগামী ২৪ নভেম্বর চীনের বাজারে লঞ্চ করবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে। গত কয়েক মাস ধরে অনলাইনে বিভিন্ন রিপোর্ট এবং লিকের মাধ্যমে ডিভাইসগুলি সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে আসার পর এবার আপকামিং লাইনআপটির প্রতি অনুরাগীদের কৌতূহল দ্বিগুণ করতে কোম্পানির তরফেও বর্তমানে আসন্ন Reno 9 সিরিজের কিছু মূল স্পেসিফিকেশন নিশ্চিত করে হচ্ছে। আর এখন, Oppo Reno 9 লাইনআপের ক্যামেরা ক্ষমতা সম্পর্কে জানিয়েছে সংস্থা। চলুন এসম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Oppo Reno 9 লাইনআপের ক্যামেরা স্পেসিফিকেশন

ওপ্পোর চীনা শাখার তরফে পরবর্তী প্রজন্মের রেনো ৯ সিরিজের কিছু নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে। এই পোস্টারগুলি নিশ্চিত করেছে যে, নয়া রেনো সিরিজে সেলফির জন্য একটি অটোফোকাস-এনেবল ৩২ মেগাপিক্সেলের অতি-সংবেদনশীল ক্যাট-আই লেন্স থাকবে। একটি ৫০ মেগাপিক্সেল সনি ফ্ল্যাগশিপ ক্যামেরা লো-লাইটে পরিষ্কার ছবি তুলতে সক্ষম হবে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করবে। ওপ্পো রেনো ৯ সিরিজে উন্নত ফটোগ্রাফির জন্য মারিসিলিকন (MariSilicon) চিপ নামে একটি ডুয়েল-কোর পোর্ট্রেট কম্পিউটিং ইঞ্জিন অন্তর্ভুক্ত থাকবে।

প্রসঙ্গত, গত সপ্তাহে প্রকাশিত রেনো ৯ সিরিজের অফিসিয়াল রেন্ডার থেকে জানা গেছে যে, শুধুমাত্র রেনো ৯ প্রো প্লাস-এ ট্রিপল ক্যামেরা ইউনিট দেখা যাবে। আর স্ট্যান্ডার্ড Reno 9 এবং Reno 9 Pro-এ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করবে। এছাড়াও, মারি সিলিকন চিপ শুধুমাত্র প্রো ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

অন্যদিকে, সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, Oppo Reno 9-এ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স উপস্থিত থাকবে। আর Reno 9 Pro-তে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রধান ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে। Reno 9 Pro-তে প্রাইমারি লেন্স অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ সেন্সরটি থাকতে পারে এবং এর সাথে একটি ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সহায়ক লেন্স থাকতে পারে।

উল্লেখ্য, Oppo Reno 9 মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস চিপ ব্যবহার করা হবে বলে জানা গেছে। আর Reno 9 Pro মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০-ম্যাক্স দ্বারা চালিত হবে। টপ-এন্ড Reno 9 Pro+এ স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Reno 9 এবং 9 Pro-তে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। আর Reno 9 Pro+ সম্ভবত ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। তিনটি ফোনেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কার্ভড এজ সহ ৬.৭ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে এবং একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News