Oppo Reno 9 সিরিজ লঞ্চের তারিখ ঘোষণা, জানুন সমস্ত খুঁটিনাটি
প্রখ্যাত টেক ব্র্যান্ড ওপ্পো (Oppo) চীনের বাজারে Oppo Reno 9 সিরিজটি লঞ্চ করার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। যদিও লঞ্চের আগে, আসন্ন Reno 9 সিরিজটির সম্পর্কে একাধিক তথ্য গত কয়েক সপ্তাহ ধরেই অনলাইনে ফাঁস হচ্ছে। তবে, ওপ্পো এবার অবশেষে Oppo Reno 9 সিরিজের লঞ্চের তারিখটি প্রকাশ করেছে। আনুষ্ঠানিক ঘোষণা অনুসারে, Oppo Reno 9 সিরিজের স্মার্টফোনগুলি আগামী ২৪ নভেম্বর ওপ্পো হোম মার্কেটে আত্মপ্রকাশ করবে। প্রসঙ্গত, ওপ্পোর আপকামিং সিরিজে তিনটি ডিভাইস অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে, এগুলি হল Oppo Reno 9, Reno 9 Pro এবং Reno 9 Pro+। সম্প্রতি, এই লাইনআপের স্মার্টফোনগুলির রেন্ডারও অনলাইনে ফাঁস হয়েছে, যা প্রকাশ করেছে যে Reno 9 সিরিজের হ্যান্ডসেটে কার্ভড স্ক্রিন ডিসপ্লে দেখা যাবে। তাহলে চলুন এখনও পর্যন্ত Oppo Reno 9 সিরিজের ডিভাইসগুলি সম্পর্কে কি কি তথ্য সামনে এল, তা দেখে নেওয়া যাক।
ওপ্পো রেনো ৯-এর স্পেসিফিকেশন - Oppo Reno 9 Expected Specifications
ওপ্পো রেনো ৯-এ ৬.৭ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল নচ উপস্থিত রয়েছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে, এই চিপটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৬ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত এবং এটির সাথে একটি সমন্বিত ৫জি মডেম এবং অ্যাড্রেনো ৬৪২এল জিপিইউ থাকবে।
ফটোগ্রাফির জন্য, আসন্ন ওপ্পো রেনো ৯-এ একটি ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, রেনো ৯ ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ওপ্পো রেনো ৯ প্রো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন - Oppo Reno 9 Pro Expected Specifications
Oppo Reno 9 Pro মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। পূর্বসূরি Oppo Reno 8 Pro-তেও একই প্রসেসর ব্যবহার করা হয়েছিল। স্মার্টফোনটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল নচ সহ ৬.৭ ইঞ্চির কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে প্যানেলের সাথে আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করবে।
ফটোগ্রাফির জন্য, Oppo Reno 9 Pro-তে ওপ্পোর ইন-হাউস মারি সিলিকন প্রযুক্তি সহ ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, স্মার্টফোনটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৬৭ ওয়াট সুপারভোক চার্জিং সাপোর্ট করবে।
ওপ্পো রেনো ৯ প্রো প্লাস-এর সম্ভাব্য স্পেসিফিকেশন - Oppo Reno 9 Pro+ Expected Specifications
Oppo Reno 9 Pro+ মডেলটিকে সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) সার্টিফিকেশন ওয়েবসাইটে স্পট করা গেছে, যা প্রকাশ করেছে যে ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। ফটোগ্রাফির জন্য, Oppo Reno 9 Pro+-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ সেন্সর সহ ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এর সাথে যুক্ত থাকবে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আসন্ন রেনো সিরিজের ডিভাইসটি ৪,৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে।