কম বাজেটে ভালো মোবাইল ফোন খুঁজছেন? 15 হাজার টাকার কমে সেরা 5 বিকল্প দেখে নিন

By :  SUMAN
Update: 2023-03-25 10:42 GMT

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত প্রতি পদক্ষেপে স্মার্টফোন আমাদের সঙ্গী। মূলত আমাদের যাবতীয় প্রয়োজন মেটানোর পাশাপাশি অবসরে বিনোদনের কাজে আসার দরুন ডিভাইসটির চাহিদা দিনকে দিন বাড়ছে। তাই আপনি যদি কম টাকা খরচ করে ফিচার মোবাইল থেকে স্মার্টফোন আপগ্রেড হতে চান বা নিজের জন্য আরো অধিক ফিচার সমৃদ্ধ হ্যান্ডসেট কিনতে আগ্রহী থাকেন, তবে এই প্রতিবেদন আপনার জন্যই। কেননা আজ আমরা এমন ৫টি স্মার্টফোনের বিষয়ে বলবো, যেগুলিতে একাধিক কার্যকরী ফিচার বিদ্যমান থাকবে এবং দামের নিরিখে ১৫,০০০ টাকারও কমে এগুলি পকেটস্থ করা যাবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল প্রতিবেদনে উল্লেখিত প্রত্যেকটি মডেল - ভাল ব্যাটারি ব্যাকআপ এবং গেমিং বৈশিষ্ট্য সহ দুর্দান্ত পারফরম্যান্স অফার করবে। এই তালিকায় - iQOO Z6 Lite 5G, Xiaomi Redmi 11 Prime, Oppo A74 5G, Samsung Galaxy F23 5G এবং Poco M4 5G স্মার্টফোন সামিল রয়েছে।

১৫,০০০ টাকার কমে উপলব্ধ সেরা ৫টি স্মার্টফোন

iQOO Z6 Lite 5G: আইকো জেড৬ লাইট ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৫৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৪০৮×১,০৮০ পিক্সেল) ডিসপ্লে, যা ১২০ হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেট সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচওএস ১২ (FuntouchOS 12) কাস্টম স্কিন। ফটো ও ভিডিওগ্রাফির জন্য উক্ত হ্যান্ডসেটে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

দাম - iQOO Z6 Lite 5G স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা।

Xiaomi Redmi 11 Prime: শাওমি রেডমি ১১ প্রাইম ৫জি ফোনে ৬.৫৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৮ পিক্সেল) ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা লক্ষণীয়। একইভাবে ডিভাইসের পেছনে দেখা যাবে ডুয়েল ক্যামেরা সেটআপ। এগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। পারফরম্যান্সের জন্য রেডমি ১১ প্রাইম ৫জি স্মার্টফোনে আর্ম মালি জি৫৭ এমসি২ জিপিইউ এবং ৭এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি ১১ প্রাইম ৫জি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

দাম - Xiaomi Redmi 11 Prime স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম ১৩,৪৯৯ টাকা।

Oppo A74 5G: ওপ্পো এ৭৪ ৫জি স্মার্টফোনে ৬.৫-ইঞ্চির ফুল এইচডি LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। উন্নত পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ ৫জি প্রসেসর থাকছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওএস ১১.১ কাস্টম স্কিনে রান করে। ওপ্পোর নিয়ে আসা এই হ্যান্ডসেটের রিয়ার প্যানেলে তিনটি ক্যামেরা লক্ষ্যণীয়। এই ক্যামেরাগুলি হল - ৪৮ মেগাপিক্সেল এআই (AI) প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার, ডিসপ্লের উপরিভাগে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য আলোচ্য ৫জি হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

দাম - ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ সহ আসা Oppo A74 5G স্মার্টফোনকে সামান্য বেশি টাকা খরচ করে অর্থাৎ ১৫,৪৯০ টাকায় কেনা যাবে।

Samsung Galaxy F23 5G: স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬-ইঞ্চি ফুল এইচডি প্লাস ইনফিনিটি-ইউ ডিসপ্লে আছে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস ৫ সুরক্ষা সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (UI 4.1) কাস্টম স্কিনে রান করে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য উক্ত মডেলে - ৫০ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল জেএন১ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আবার সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকছে। পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং স্পিড সাপোর্ট করে।

দাম - Samsung Galaxy F23 5G স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ১৪,৯৯৯ টাকা।

Poco M4 5G: পোকো এম৪ ৫জি স্মার্টফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৮-ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৮ পিক্সেল) ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল স্টাইলের এবং এটি ২০:৯ এসপেক্ট রেশিও, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে আর্ম মালি জি৫৭ এমসি২ জিপিইউ সহ অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিনে রান করে। ছবি তোলার জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে পাওয়া যাবে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পোকো এম৪ ৫জি ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যদিও রিটেল বক্সে ২২.৫ ওয়াট চার্জার আছে। যাইহোক ডুয়েল সিমের এই ফোনে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

দাম - Poco M4 5G স্মার্টফোনকে ৬ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ বিকল্পকে ১৩,৯৯৯ টাকায় পকেটস্থ করা যাবে।

Tags:    

Similar News