Google Pixel 7a: ফাটাফাটি ফিচারের সাথে 10 মে এন্ট্রি নেবে গুগলের নতুন ফ্ল্যাগশিপ ফোন
আগামী ১০ মে অনুষ্ঠিত হতে চলেছে Google I/O 2023 ইভেন্ট। আর এই ইভেন্টেই সংস্থার Pixel 7a ফোনের উপর থেকে পর্দা সরানো হবে বলে মনে করা হচ্ছে। যদিও গুগলের তরফে এখনও এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি, তবে Pixel 7a এর বিভিন্ন ফিচার যেভাবে একের পর এক ফাঁস হচ্ছে, তাতে বুঝে নিতে অসুবিধা হচ্ছে না যে ডিভাইসটি দ্রুত বাজারে আসবে।
এছাড়া, আগামী ১০ মে-র ইভেন্টে অ্যান্ড্রয়েড ১৪ বিটা লঞ্চ করা হবে। গত কয়েকমাস ধরেই নতুন এই অপারেটিং সিস্টেমের ডেভেলপার প্রিভিউ রিলিজ করা হচ্ছে। এদিকে ভারতে পিক্সেল ৭এ আসবে কিনা তা নিশ্চিত নয়। কারণ গুগল ভারতে খুব বেশি ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসে না। যদিও গত বছর ভারতে গুগল পিক্সেল ৭ সিরিজ লঞ্চ হয়েছিল।
Google Pixel 7a ভারতে আসলেও প্রথম থেকে পাওয়া যাবে না
জানিয়ে রাখি, বিশ্বব্যাপী লঞ্চের দুই মাস পরে গুগল ভারতে Pixel 6a নিয়ে আসে। তাই Pixel 7a এদেশে এলেও বিশ্ববাজারের সাথে একে ভারতে লঞ্চ করা হবে না বলেই মনে হচ্ছে। নয়া এই পিক্সেল ফোনের ফিচার নিয়ে বলতে গেলে, এতে গুগল টেনসর জি২ চিপসেট ব্যবহার করা হবে। এছাড়া এতে এলপিডিডিআর৫ র্যাম ও ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে।
আবার Google Pixel 7a আগের মতোই ৬.১ ইঞ্চি ওএলইডি ফুলএইচডি প্লাস ডিসপ্লে সহ আসতে পারে, যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। ফোনটিতে ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৪৪১০ এমএএইচ ব্যাটারি থাকবে, যদিও ফোনের বাক্সে চার্জার পাওয়া যাবে না।
ফটোগ্রাফির কথা বললে, Google Pixel 7a এর পিছনে ৬৪ মেগাপিক্সেল (সনি আইএমএক্স৭৮৭) প্রাইমারি লেন্স এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেখা যেতে পারে। আর সেলফির জন্য ১০.৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।