Poco C61 মাত্র 7499 টাকায় ডুয়েল রিয়ার ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল, রয়েছে 5000mAh ব্যাটারি
[10:48 AM, 3/28/2024] Suman Da: Poco C61 অবশেষে সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে, যার দাম শুরু হয়েছে 7,499 টাকা থেকে। এটি Poco C51 এর উত্তরসূরী হিসেবে এদেশে এসেছে। Poco C61 ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন সহ বড় ডিসপ্লে, ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও 5000 এমএএইচ ব্যাটারি। এই ডিভাইসটি আসলে Redmi A3 এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে এসেছে। আসুন Poco C61 এর দাম ও সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Poco C61 Price in India (পোকো সি61 এর দাম)
পোকো সি61 এর 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে 7,499 টাকা। আর 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 8,499 টাকা। এটি ডায়মন্ড ডাস্ট ব্ল্যাক, ইথারাল ব্লু ও মিস্টিকাল গ্রীন কালারে পাওয়া যাবে।
Poco C61 এর স্পেসিফিকেশন ও ফিচার
পোকো সি61 ফোনে আছে 6.71 ইঞ্চি এইচডি প্লাস (1650 x 720 পিক্সেল) ডিউড্রপ নচ ডিসপ্লে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট ও 500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ডিসপ্লের প্রোটেকশনের জন্য কর্নিং গরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি36 প্রসেসর। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে।
ক্যামেরার কথা বললে, Poco C61 এর পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 8 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 0.8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000 এমএএইচ ব্যাটারি উপস্থিত, যা 10 ওয়াট চার্জিং সাপোর্ট করে।
Poco C61 এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ডুয়েল সিম, 4জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, 3.5 মিমি হেডফোন জ্যাক ও মাইক্রো এসডি কার্ড স্লট।