দাম মাত্র 7,499 টাকা, Poco C65 ও Poco M6 5G-এর নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হল দেশে

Update: 2024-02-14 09:11 GMT

পোকো গত বছরের শেষে লঞ্চ হওয়া Poco C65 এবং Poco M6 5G-এর নতুন কালার ভ্যারিয়েন্ট ভারতের বাজারে নিয়ে এসেছে। স্মার্টফোন দুটির আকষর্ণীয় গ্রীন কালার অপশন চলতি সপ্তাহেই এদেশে বিক্রির জন্য উপলব্ধ হবে৷ প্রসঙ্গত, Poco C65 ফোনটি ব্ল্যাক, ব্লু ও পার্পল এবং Poco M6 5G ফোনটি গ্যালাক্টিক ব্ল্যাক ও অরিওন ব্লু কালার প্রাথমিকভাবে মার্কেটে ছাড়া হয়েছিল।

Poco C65 এবং Poco M6 5G-এর নতুন কালার অপশন

শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি পোকো সি৬৫ মডেলটিকে নতুন প্যাস্টেল গ্রীন বিকল্পে লঞ্চ করেছে, যেখানে এম৬ ৫জি এখন পোলারিস গ্রিন ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। নাম থেকেই বোঝা যাচ্ছে যে, প্রথমটিতে ম্যাট ফিনিশ রয়েছে এবং পরবর্তীটিতে গ্লসি ব্যাক দেখা যাবে। নতুন কালার সহ উভয় স্মার্টফোনই ফ্লিপকার্ট (Flipkart)-এ এক্সক্লুসিভলি কেনার জন্য উপলব্ধ হবে৷

কোম্পানির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, নতুন পোকো সি৬৫ প্যাস্টেল গ্রীন এবং পোকো এম৬ ৫জি পোলারিস গ্রীন কালার অপশনে ভারতে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে বিক্রি করা হবে৷ শুধুমাত্র ডিজাইন ছাড়া, দুটি ডিভাইসের স্পেসিফিকেশন এবং ফিচারে কোনও পরিবর্তন নেই৷ জানিয়ে রাখি, পোকো সি৬৫ মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা চালিত এবং পোকো এম৬ ৫জি-তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট রয়েছে। উভয় হ্যান্ডসেটই বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১৮ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এছাড়া, এই ডিভাইসগুলি অ্যান্ড্রয়েড ১৪ ওএস-ভিত্তিক মিইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করে এবং নিরাপত্তার জন্য এগুলিতে সাইড-মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। নতুন প্যাস্টেল গ্রীন কালার শেডে Poco C65-এর দাম শুরু হচ্ছে ৭,৪৯৯ টাকা থেকে, যেখানে পোলারিস গ্রীন অপশনে Poco M6 5G-কে ৯,৪৯৯ টাকা প্রারম্ভিক মূল্যের সাথে ফ্লিপকার্টে তালিকাভুক্ত করা হয়েছে৷ এই ডিলে সম্ভবত ব্যাঙ্কের অফারও অন্তর্ভুক্ত রয়েছে।

Tags:    

Similar News