Poco F5 Pro ফোনের জানুয়ারি মাসেই লঞ্চের সম্ভাবনা তীব্র হল, বাজারে ঝড় তোলার অপেক্ষা
পোকো খুব শীঘ্রই তাদের F-সিরিজের নতুন স্মার্টফোন Poco F5 Pro ভারত-সহ বিশ্ববাজারে লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি একে আইএমইআই (IMEI) ডেটাবেসে দেখা গেছে৷ আর এখন, Poco F5 Pro সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন লাভ করেছে। এই সার্টিফিকেশনগুলি ফোনটির খুব তাড়াতাড়িই লঞ্চের দিকেই ইঙ্গিত করছে। চলুন তাহলে সার্টিফিকেশন সাইটের তালিকা এবং অন্যান্য সূত্রগুলি থেকে Poco F5 Pro সম্পর্কে এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে, সেগুলি দেখে নেওয়া যাক।
Poco F5 Pro পেল IMDA-এর অনুমোদন
23013PC75G মডেল নম্বর সহ পোকো এফ৫ প্রো সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। আর মডেল নম্বরের "2301" সংখ্যাগুলি নির্দেশ করছে যে, এই নতুন পোকো ব্র্যান্ডিংয়ের ফোনটি জানুয়ারি মাসেই বাজারে আত্মপ্রকাশ করতে পারে৷ আইএমডিএ তালিকায় ডিভাইসটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি৷ এটি শুধুমাত্র নিশ্চিত করেছে যে, ডিভাইসটি ৫জি, ব্লুটুথ, ওয়াই-ফাই এবং এনএফসি-এর মতো কানেক্টিভিটি অপশনগুলি সাপোর্ট করবে।
তবে, খুব সম্ভবত পোকো এফ৫ প্রো হবে সম্প্রতি চীনে লঞ্চ হওয়া রেডমি কে৬০-এর একটি রিব্র্যান্ডেড ভার্সন। যদিও, পোকোর এই হ্যান্ডসেটে রেডমি ফোনটির তুলনায় সামান্য ভিন্ন রিয়ার ডিজাইন দেখা যাবে বলে আশা করা হচ্ছে, তবে এর অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলি কে৬০-এর অনুরূপই হবে।
Poco F5 Pro-এর প্রত্যাশিত স্পেসিফিকেশন
যেহেতু Poco F5 Pro-কে Redmi K60-এর রিব্র্যান্ডেড সংস্করণ বলে মনে করা হচ্ছে, তাই এই পোকো ফোনে ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকতে পারে, যা ১,৪০০ x ৩,২০০ পিক্সেলের কোয়াড-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। নিরাপত্তার জন্য, এতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ যুক্ত থাকবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে।
ফটোগ্রাফির জন্য, Poco F5 Pro-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Poco F5 Pro-এ শক্তিশালী ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। তবে, পোকোর তরফে এখনও এই ফোনটির সম্পর্কে কোনও তথ্যই নিশ্চিত করা হয়নি।