এক্কেবারে 256 জিবিতে লাফ, Poco F5 ফোনের অবাক করা কান্ড, আর কী কী চমক

Update: 2023-05-05 07:11 GMT

পোকো শীঘ্রই বাজারে আনতে চলেছে তাদের বহু প্রতীক্ষিত Poco F5 সিরিজের স্মার্টফোনগুলি। আগামী ৯ মে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে Poco F5 এবং F5 Pro। আর একইদিনে ভারতে স্ট্যান্ডার্ড Poco F5 5G-এর ওপর থেকে পর্দা সরানো হবে। এই হ্যান্ডসেটগুলি সম্পর্কে ইতিমধ্যেই বহু তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। আর এবার পোকো ইন্ডিয়ার প্রধান, হিমাংশু ট্যান্ডন স্বয়ং সোশ্যাল মিডিয়ায় আসন্ন Poco F5 5G সম্পর্কে কিছু বিবরণ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে, এই হ্যান্ডসেটটি পোকোর একটি প্রিমিয়াম ডিভাইস হিসাবে বাজারে আসবে এবং দুটি আকষর্ণীয় কালার অপশনে পাওয়া যাবে। হিমাংশু ট্যান্ডন পরবর্তী Poco F-সিরিজের ডিভাইসটির সম্পর্কে আর কি কি তথ্য প্রকাশ করলেন, আসুন জেনে নেওয়া যাক।

সামনে এল Poco F5 5G-এর কালার ভ্যারিয়েন্টের সাথে স্টাইলিশ লুক ও কিছু মূল ফিচার

ইনস্টাগ্রামের একটি 'রিল' ভিডিওতে সম্প্রতি পোকো ইন্ডিয়ার প্রধান হিমাংশু ট্যান্ডন এবং টেক ইনফ্লুয়েন্সার রাজীব মাখনিকে একসাথে দেখা গেছে। এই ভিডিওতে ট্যান্ডন ভারতে আসন্ন পোকো এফ৫ ৫জি-এর সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন যে, এই ফোনের বেস ভ্যারিয়েন্টে ৮ জিবি র‍্যামের সাথে ২৫৬ জিবি স্টোরেজ থাকবে। এছাড়াও এর একটি ১২ জিবি র‍্যাম বিকল্পও থাকতে পারে। অর্থাৎ এতে ১২৮ জিবি স্টোরেজ অপশন না থাকার সম্ভাবনা।

ফোনটির পিছনে একটি "টারবাইনের মতো" ডিজাইন সহ ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে এবং ক্যামেরা মডিউলটি নিশ্চিত করে যে এর প্রাইমারি সেন্সরটির রেজোলিউশন হবে ৬৪ মেগাপিক্সেল৷ ডিভাইসটির সামনের দিকে, সেলফি ক্যামেরার জন্য ওপরের কেন্দ্রে একটি পাঞ্চ-হোল কাটআউট উপস্থিত রয়েছে এবং ডিসপ্লেতে ৯৩% স্ক্রিন-টু-বডি রেশিও সহ স্লিম বেজেল দেখা যায়। কার্বন ব্ল্যাক এবং স্নোস্টর্ম হোয়াইট - এই দুটি কালার অপশনে বাজারে আসবে পোকো এফ৫ ৫জি।

এছাড়াও, হিমাংশু ট্যান্ডন দাবি করেছেন যে পোকো এফ৫ ৫জি আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে প্রায় এক মিলিয়ন বা দশ লক্ষ স্কোর করেছে, এই স্কোরটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭-সিরিজ চিপসেট দ্বারা চালিত ফোনগুলির মধ্যে সর্বোচ্চ। তিনি হ্যান্ডসেটটিতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকার বিষয়ও ইঙ্গিত দিয়েছেন। এফ৫ ৫জি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে রান করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে জল্পনা শোনা যাচ্ছে, Poco F5 5G চীনে উপলব্ধ Redmi Note 12 Turbo-এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হবে। ডিভাইসটির চীনা মডেলে প্রধান ক্যামেরার সাথে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অবস্থান করে৷ আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। Redmi Note 12 Turbo-তে ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সাপোর্ট সহ ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে।

Tags:    

Similar News