কাঁপবে বাজার! Poco F6 ও F6 Pro 5G লঞ্চ হচ্ছে 23 মে, সস্তায় মিলবে অকল্পনীয় ফিচার্স

Update: 2024-05-14 05:36 GMT

আগামী সপ্তাহে কিছু আকর্ষণীয় স্মার্টফোন বাজারে পা রাখতে চলেছে। যেমন Infinix GT 20 Pro এবং Realme GT 6T হ্যান্ডসেটগুলি ভারতে যথাক্রমে ২১ এবং ২২ মে লঞ্চ হচ্ছে। আর এখন, শাওমি (Xiaomi)-এর জনপ্রিয় সাব-ব্র‍্যান্ড পোকো তাদের বহু প্রতীক্ষিত Poco F6 সিরিজটি বিশ্ব বাজারে উন্মোচন করতে চলেছে। এই লাইনআপের অধীনে স্ট্যান্ডার্ড
Poco F6 এবং Poco F6 Pro মডেল দুটি আগামী সপ্তাহেই এদেশে বাজারে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। আসুন আসন্ন পোকো ফোনগুলির লঞ্চের তারিখ এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

ঘোষিত হল Poco F6 ফোনের লঞ্চের তারিখ

পোকো তাদের অফিসিয়াল এক্স (পূর্বে টুইটার নামে পরিচিত) হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে নিশ্চিত করেছে যে, পোকো এফ৬ সিরিজটির গ্লোবাল লঞ্চের জন্য তারা আগামী ২৩ মে, দুপুর ৩টে (GMT+4) নাগাদ দুবাইতে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করবে। ভারতে একই দিনে বিকাল ৪:৩০ টায় পোকো এফ৬ ফোনের লঞ্চের জন্য একটি ইভেন্ট অনুষ্ঠিত হবে৷ যদিও পোকো এফ৬ ভারতীয় বাজারে তার আগমন নিশ্চিত করেছে, তবে এদেশে প্রো ভ্যারিয়েন্টের প্রকাশের বিষয়টি এখনও অস্পষ্ট রয়ে গেছে।

যদিও, ব্র্যান্ডটি পোকো এফ৬ বা পোকো এফ৬ প্রো ফোনের কোনও স্পেসিফিকেশন বা ফিচার প্রকাশ করেনি, তবে ফ্লিপকার্ট (Flipkart)-এর সাইটে প্রকাশিত টিজারটি নির্দেশ করেছে যে পোকো এফ৬ সম্ভবত চীনে উন্মোচিত রেডমি টার্বো ৩ ফোনের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে। অন্যদিকে, পোকো এফ৬ প্রো-এর জন্য সফ্টওয়্যার বিল্ড দেখে অনুমান করা হচ্ছে যে, এটি রেডমি কে৭০ মডেলের একটি রিব্র্যান্ডেড ভার্সন হবে।

Poco F6/Poco F6 Pro: স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

Poco F6 Pro মডেলে সর্বাধিক ১৬ জিবি পর্যন্ত র‍্যাম সহ Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরটি থাকবে বলে আশা করা হচ্ছে। এতে সম্ভবত ২কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য, ডিভাইসটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে বলে আশা করা হচ্ছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড Poco F6 ফোনে সম্ভবত ৬.৬৭ ইঞ্চির ১.৫কে রেজোলিউশন সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিভাইসটি Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট অফার করতে পারে, যা সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত থাকবে। ক্যামেরার ক্ষেত্রে, এতে ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি সেন্সর দেখা যাবে, যার সাথে একটি ৮ মেগাপিক্সেলের Sony IMX355 আল্ট্রা-ওয়াইড সেন্সর যুক্ত হবে৷ পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Poco F6 ফোনে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিটটি অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।

Tags:    

Similar News