Poco M5s কম দামে 64MP কোয়াড ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে অ্যামোলেড ডিসপ্লে

Update: 2022-09-05 14:26 GMT

Poco M5s আজ ঘোষণা মতো গ্লোবাল মার্কেটে লঞ্চ হল। এই ফোনটি Redmi Note 10S এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে এসেছে, যার দাম শুরু হয়েছে প্রায় ১৬,০০০ টাকা থেকে। নতুন এই ফোনে পাওয়া যাবে অ্যামোলেড ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। এছাড়া Poco M5s ফোনে দেওয়া হয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আসুন ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

পোকো এম৫এস এর দাম ও লভ্যতা (Poco M5s Price, Availability)

পোকো এম৫এস ফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০৯ ইউরো, যা প্রায় ১৬,৫০০ টাকার সমান। আবার এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২২৯ ইউরো (প্রায় ১৮,১০০ টাকা) ও ২৪৯ ইউরো (প্রায় ১৯,৭০০ টাকা)। ইউরোপের বাইরে ফোনটি কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।

পোকো এম৫এস এর স্পেসিফিকেশন, ফিচার (Poco M5s Specifications, Features)

পোকো এম৫এস ফোনে আছে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল, যার কাট আউটের মধ্যে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পোকো এম৫ এস ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ বেসড এমআইইউআই ১৩ কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য Poco M5s ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

পাওয়ার ব্যাকআপের জন্য Poco M5s ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য রয়েছে ফেস আনলক ফিচার ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে, ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট।

Tags:    

Similar News