10,000 টাকার কমে বাজার কাঁপাবে Poco M6 5G, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে চলে এল

Update: 2023-12-20 16:04 GMT

পোকো ভারতে এই সপ্তাহেই নতুন বাজেট স্মার্টফোন হিসাবে Poco M6 5G লঞ্চ করতে চলেছে। ফোনটি আগামী ২২ ডিসেম্বর এদেশের বাজারে পা রাখবে৷ বাজেট-ফ্রেন্ডলি Poco C65-কে অনুসরণ করে M6 সিরিজের লেটেস্ট মডেল হতে চলেছে এটি। আর এখন কোম্পানি ফোনটির দাম সম্পর্কে ইঙ্গিত দিয়েছে৷ কত দামে কেনা যাবে Poco M6 5G? আসুন জেনে নেওয়া যাক।

সামনে এল Poco M6 5G-এর দাম

পোকো ইন্ডিয়া তাদের কমিউনিটিতে শেয়ার করা একটি টিজারে নির্দেশ করেছে যে, পোকো এম৬ ৫জি ভারতে ১০,০০০ টাকারও কম মূল্যে লঞ্চ হবে। টিজার ইমেজটি ‘9,4XX’ টাকার ইঙ্গিত দিয়েছে৷ সম্ভবত লঞ্চের সময় ব্যাঙ্ক অফারের সাথে বেস ভ্যারিয়েন্টের কার্যকরী মূল্য আরও কমবে৷ এটি বাস্তবায়িত হলে, পোকো এম৬ ৫জি ভারতীয় বাজারে সবচেয়ে বাজেট-ফ্রেন্ডলি 5G স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম হতে চলেছে৷

ইতিমধ্যেই, শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি টিজ করেছে যে পোকো এম৬ ৫জি-তে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। এদিকে, টিপস্টার ক্যাসপার স্ক্রেজিপেক জানিয়েছেন যে, এই এম-সিরিজের ফোনটি রেডমি ১৩সি ৫জি-এর রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। এছাড়াও, পোকো এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসরের উপস্থিতি নিশ্চিত করেছে। আসুন পোকো এম৬ ৫জি-এর সম্ভাব্য স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

Poco M6 5G-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Poco M6 5G-তে ৬.৭৪ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে, যা এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে বলে আশা করা হচ্ছে। এটি Mali G57 জিপিইউ সহ MediaTek Dimensity 6100+ প্রসেসর দ্বারা চালিত হবে। এই চিপসেটের সাথে সম্ভবত ৪ জিবি/৬ জিবি/ ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকবে। আর অতিরিক্ত স্টোরেজের জন্য এতে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটও মিলবে।

এছাড়া, Poco M6 5G অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করবে এবং এটি বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আত্মপ্রকাশ করবে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পরিশেষে, এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে।

Tags:    

Similar News