সস্তা Poco M6 Pro 5G ফোনের 4GB র্যাম ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম মাত্র 11999 টাকা
Poco M6 Pro 5G গতমাসে ভারতে লঞ্চ হয়েছিল। ফোনটি ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছিল। আজ আবার এই বাজেট ফোনের ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। যদিও সংস্থার তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে Flipkart, Poco M6 Pro 5G এর এই নতুন স্টোরেজ ভ্যারিয়েন্টের আগমনের কথা প্রকাশ্যে এনেছে। আসুন এই স্টোরেজ বিকল্পের দাম জেনে নেওয়া যাক।
Poco M6 Pro 5G পাওয়া যাবে ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের সাথে
পোকো এম৬ প্রো ৫জি ফোনের ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১১,৯৯৯ টাকা। আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর বারোটায় Flipkart থেকে এই ভ্যারিয়েন্টের সেল শুরু হবে।
উল্লেখ্য, Poco M6 Pro 5G এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে যথাক্রমে ১০,৯৯৯ টাকা ও ১২,৯৯৯ টাকা।
Poco M6 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে: ফুল এইচডি+ (২৪৬০ × ১০৮০ পিক্সেল) রেজোলিউশনসহ ৬.৭৯ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ৫৫০ নিটস পিক ব্রাইটনেস, ১৫০০:১ কনট্রাস্ট রেশিও, কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা এবং পাঞ্চ হোল ডিজাইন।
প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর সহ অ্যাড্রেনো ৬১৩ জিপিইউ।
মেমরি এবং স্টোরেজ: ৪ জিবি / ৬ জিবি LPDDR4X র্যাম, ৬ জিবি পর্যন্ত টার্বো র্যাম ৬৪ জিবি/ ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ, (হাইব্রিড) মাইক্রোএসডি কার্ড স্লট।
সফ্টওয়্যার: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪।
ক্যামেরা: ২ এমপি ডেপ্থ সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ সহ ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা।
ফ্রন্ট ক্যামেরা: এফ /২.২ অ্যাপারচারসহ ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ব্যাটারি ও চার্জিং: ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ইউএসবি টাইপ-সি পোর্ট।
অডিও: ৩.৫ মিমি হেডফোন পোর্ট, হাই-রেস অডিও।
নিরাপত্তা: সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
ওজন: ১৯৯ গ্রাম।
অন্যান্য: ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, আইপি৫৩ রেটিং।
কানেক্টিভিটি: ডুয়েল সিম, ৫জি, ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.১, জিপিএস।
কালার: ফরেস্ট গ্রিন এবং পাওয়ার ব্ল্যাক।